Samsung Galaxy S22: স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ লঞ্চের পরেই ভারতে দাম কমেছে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের
Samsung Smartphone: স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৩৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
Samsung Galaxy S22: ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series) লঞ্চের পর স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের (Samsung Galaxy S22) দাম একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ভ্যানিলা বা বেস মডেলের দাম এখন কত, একনজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ক্ষেত্রে তিনটি ফোন যথাক্রমে স্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস২২ প্লাস এবং গ্যালাক্সি এস২২ আলট্রা লঞ্চ হয়েছিল। তিনটি ফোনে ছিল স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। বর্তমানে অ্যামাজন এবং ফ্লিপকার্ট ও স্যামসাং অনলাইন স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোন কেনা যাবে ৫৭,৯৯৯ টাকায়। লঞ্চের সময় এই ফোনের আসল দাম শুরু হয়েছিল ৭২,৯৯৯ টাকা থেকে। স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও এই ফোনে একটি ৩৭০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনের বর্তমানে ভারতে দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম ৫৭,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬১,৯৯৯ টাকা। গতবছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। তখন বেস মডেলের দাম ছিল ৭২,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৭৬,৯৯৯ টাকা। Bora Purple, Green, Pink Gold, Phantom Black, Phantom White- এইসব রঙে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং স্যামসাং অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে।
ইউজারদের জন্য রয়েছে নো-কস্ট ইএমআইয়ের অপশন। এক্ষেত্রে কিস্তি শুরু হবে ৪১৫২ টাকা থেকে। স্ট্যান্ডার্ড ইএমআইয়ের ক্ষেত্রে কিস্তি শুরু হবে ৩০৮৩ টাকা থেকে। HSBC ক্যাশব্যাক ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ক্রেতারা প্রায় ৫ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও Amazon Pay ICICI ক্রেডিট কার্ডে এই ফোন কিনলে ক্রেতারা ২০০ টাকা ছাড় পাবেন।
অন্যদিকে ভারতে সদ্য লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এস২৩- এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৯,৯৯৯ টাকা।
Moto E13: শোনা যাচ্ছে, মোটো ই১৩ ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী ৮ ফেব্রুয়ারি। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। আর তার দাম হতে পারে ১০ হাজার টাকার আশপাশে।
আরও পড়ুন- নয়েজের নতুন ইয়ারবাডসে ব্যাটারি লাইফ বজায় থাকবে প্রায় ৫০ ঘণ্টা, ভারতে দাম কত?