Samsung Smartphones: বছরশেষে নতুন প্রসেসর নিয়ে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ফ্যান এডিশনের ফোন, থাকতে পারে ছাড়ও
Samsung Galaxy S23 FE: স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন গ্লোবাল মার্কেটে একটি প্রসেসর এবং ভারতের বাজারে আর একটি প্রসেসর নিয়ে লঞ্চ হয়েছিল। এবার ভারতেই আসছে গ্লোবাল ভ্যারিয়েন্ট।
Samsung Smartphones: স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন (Samsung Galaxy S23 FE) ফোন ভারতে লঞ্চ হয়েছিল অক্টোবর মাসে। বছরশেষে এই ফোনের দামে বড়সড় ছাড় আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে (Flipkart) তেমনই আভাস পাওয়া গিয়েছে। স্যামসাং গ্যালাক্সির (Samsung Galaxy) এই ফ্যান এডিশন (Fan Edition Phone) ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ডায়নামিক ফুল এইচডি প্লাস AMOLED 2X ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা, ৪৫০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 2200 চিপসেট। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এই প্রসেসর নিয়ে ভারতেও একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হতে চলেছে বলে খবর। খুব তাড়াতাড়ি স্ন্যাপড্রাগন চিপসেট নিয়ে ভারতে আসবে এই ফোন, যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। ফ্লিপকার্টের ওয়েবসাইটে স্ন্যাপড্রাগন চিপসেট সমেত এই ফোন পাওয়া যেতে পারে বিগ ইয়ার এন্ড সেলে। তবে আপাতত এই ফোন আউট অফ স্টক রয়েছে। ফ্লিপকার্টের টিজারে বিগ ইয়ার এন্ড সেলের একটি পেজ দেখা গিয়েছে এবং সেখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যুক্ত স্যামসাংয়ের একটি ফোন আসতে চলেছে বলেও নজরে এসেছে। এই ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে, পার্পল রঙে লঞ্চের সম্ভাবনা রয়েছে এবং দাম হতে পারে ৫৬,৫০০ টাকা। তবে স্যামসাং সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ফোন আসলে স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন ফোনের সাকসেসর মডেল। দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং নির্মিত এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচার। এর সঙ্গে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে সেখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত রয়েছে। আর আছে ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 2200 চিপসেট। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৫৯,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬৪,৯৯৯ টাকা।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসা ভয়েস মেসেজ শোনা যাবে মাত্র একবারই ! আসছে নতুন ফিচার