Samsung Galaxy S23: লঞ্চের আগেই তথ্য ফাঁস, স্যামসাঙের নতুন ফ্ল্যাগশিপে থাকবে না এই স্পেকস
Samsung Upcoming Phones: প্রস্তুতি শুরু হয়েছে অনেকদিন। এবার একে একে ফাঁস হচ্ছে তথ্য। শীঘ্রই বিশ্ববাজারে লঞ্চ হবে স্যামসাঙের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S23।
Samsung Upcoming Phones: প্রস্তুতি শুরু হয়েছে অনেকদিন। এবার একে একে ফাঁস হচ্ছে তথ্য। শীঘ্রই বিশ্ববাজারে লঞ্চ হবে স্যামসাঙের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S23।
Samsung Galaxy S23: কী কী ভ্যারিয়েন্ট থাকবে নতুন সিরিজে ?
টেক সাইটগুলির মতে, এই সিরিজে Galaxy S23, Galaxy S23+ ও Galaxy S23 Ultra লঞ্চ হবে।তবে লঞ্চের আগেই আসন্ন স্মার্টফোন নিয়ে প্রকাশ্যে চলে এসেছে একাধিক তথ্য। ফাঁস রিপোর্ট বলছে, আসন্ন Samsung Galaxy S23 স্মার্টফোনে স্যামসাঙের ইন-হাউস প্রসেসর একজোনাস দেওয়া হবে না। পরিবর্তে এখানে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন চিপসেট দেবে কোম্পানি। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যানালিস্ট মিং-চি কুও এই তথ্য দিয়েছেন।
Samsung Galaxy S23: নতুন কোন বৈশিষ্ট্য দেওয়া হবে ফোনে ?
Samsung-এর রিপোর্ট অনুযায়ী, Galaxy S23 সিরিজে কোয়ালকমের-এর ফ্ল্যাগশিপ 5G চিপসেট দেওয়া হবে। যা TSMC ৪ ন্যানোমিটার প্রদ্ধতিতে তৈরি হয়েছে। নতুন ফ্ল্যাগশিপ সিরিজে তাদের ইন-হাউস চিপসেট Exynos 2300-এর উপর আর নির্ভর করছে না কোম্পানি। রিপোর্ট বলছে, Galaxy S23 ও Galaxy S23+ স্মার্টফোনে ১০ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। যা 3x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। এখানে আমরা আপনাকে Samsung Galaxy S22 সিরিজের স্পেসিফিকেশনও দিয়ে রাখছি, যাতে আসন্ন স্মার্টফোনে কী থাকতে পারে তার একটা আন্দাজ করতে পারেন আপনারা।
Samsung Galaxy S22 Series
১ ফোনটিতে একটি ৬.১ ইঞ্চি 2X অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
২ ফুল এইচডি + রেজোলিউশন দেওয়া হয়েছে ফোনে।
৩ ফোনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। যার একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ব্যাক ক্যামেরা রয়েছে।
৪ এর সঙ্গে ফোনে একটি ১২ মেগার আল্ট্রা ওয়াইড ও ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা পাবেন।
৫ এছাড়াও এতে ১০ এমপির একটি ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
৬ এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন অষ্টম প্রজন্মের অক্টাকোর প্রসেসর।
৭ ফোনে পাবেন ৮ GB RAM ও ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ।
৮ ১২৮ জিবির মধ্যে ১০০ জিবি ফ্রি স্পেস দেওয়া হয়েছে।
৯ ফোনে রয়েছে ৩৭০০ এমএএইচের ব্যাটারি। এটি ২৫ ওয়াটের দ্রুত চার্জিং সমর্থন করে।
আরও পড়ুন : Joker Malware Attack: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! এই ৪ অ্যাপ ফোনে নেই তো ?