Samsung Galaxy S24 Series: প্রকাশ্যে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ, 'এআই' ছাড়াও রয়েছে অনেক চমক
Galaxy Unpacked Event: স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে টাইটেনিয়াম ফ্রেম।
Samsung Galaxy S24 Series: গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে (১৭ জানুয়ারি, ২০২৪) লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের তিনটি ফোন। এই ইভেন্টে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Samsung Galaxy S24), গ্যালাক্সি এস২৪ প্লাস (Samsung Galaxy S24 Plus) এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা (Samsung Galaxy S24 Ultra) - এই তিন মডেল। এই তিনটি ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে 'গ্যালাক্সি এআই' সাপোর্ট। এর সাহায্যে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের তিনটি ফোনে ইনবিল্ট স্মার্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সুবিধা পাবেন ইউজাররা। স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনগুলি পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6.1- এর সাহায্যে। এই ফোনগুলিতে রয়েছে Dynamic AMOLED 2X ডিসপ্লে, রিফ্রেশ রেট ১২০ হার্টক। স্যামসাং গ্যালাক্সি এস২৪ ফোনে রয়েছে ৮ জিবি র্যাম। অন্যদিকে গ্যালাক্সি এস২৪ প্লাস এবং গ্যালাক্সি এস২৪ আলট্রা- এই দুই মডেলে রয়েছে ১২ জিবি র্যাম। স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে টাইটেনিয়াম ফ্রেম। অন্যদিকে বেস মডেল বা ভ্যানিলা মডেল গ্যালাক্সি এস২৪ এবং গ্যালাক্সি এস২৪ প্লাস- এই দুই ফোনে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের তিনটি ফোনই ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ। এই স্মার্টফোন সিরিজের তিনটি ফোনের দাম দেশে কত, একনজরে দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা
এই ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ১,২৯,৯৯৯ টাকা থেকে। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের ক্ষেত্রে এই দাম ধার্য করা হয়েছে। এই ফোনে রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যার দাম ১,৩৯,৯৯৯ টাকা। আর রয়েছে ১২ জিবি র্যাম এবগ ১ টিবি স্টোরেজ যুক্ত মডেল যার দাম ১,৫৯,৯৯৯ টাকা। টাইটেনিয়াম গ্রে, টাইটেনিয়াম ভায়োলেট এবং টাইটেনিয়াম ব্ল্যাক- এই তিন রঙে পাওয়া যাবে। যাঁরা অনলাইনে ফোনটি কিনবেন তাঁরা টাইটেনিয়াম ব্লু, টাইটেনিয়াম গ্রিন এবং টাইটেনিয়াম গ্রিন- এই তিনটি রঙেও কেনা যাবে ফোনটি।
স্যামসাং গ্যালাক্সি এস ২৪
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৭৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৮৯,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস
এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৯৯,৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১,০৯,৯৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এস২৪ কেনা যাবে Amber Yellow, Cobalt Violet, Onyx Black- এইসব রঙে। আর স্যামসাং গ্যালাক্সি ২৪ প্লাস ফোন কেনা যাবে Cobalt Violet এবং Onyx Black- এই দুই রঙে। অনলাইনে এই ফোন কেনা যাবে Sapphire Blue এবং Jade Green- এই দুই রঙে।
আরও পড়ুন- কেমন দেখতে হতে পারে রিয়েলমি নোট ৫০ ফোন, কী কী ফিচারই বা থাকার সম্ভাবনা?