Samsung Flip Smartphone: ২০ বছর আগে লঞ্চ হওয়া স্যামসাংয়ের প্রথম ফ্লিপ ফোনের আদলে আসছে স্পেশ্যাল মডেল
Flip Phone: ইন্ডিগো ব্লু এবং সিলভার- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো মডেল।
Samsung Flip Smartphone: দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং সম্প্রতি প্রকাশ্যে এনেছে গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো এডিশন (Samsung Galaxy Z Flip 5 Retro Editio) মডেল। এটি স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ (Samsung Galaxy Z Flip 5) ফোনের নতুন ভ্যারিয়েন্ট। বলা হচ্ছে, স্যামসাংয়ের এই নতুন unique clamshell ফোল্ডেবল ফোন SGH-E700 (Samsung E700)- এই মডেলের থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হয়েছে। এই SGH-E700 (Samsung E700) ফোন ২০০৩ সালে লঞ্চ হয়েছিল এবং এটি স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল ফোন। এখানে ছিল একটি ইন-বিল্ট অ্যান্টেনা ফিচার। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো ফোন নীল রঙের প্যানেল নিয়ে লঞ্চ হতে পারে এবং থাকতে পারে একটি ম্যাট ফিনিশ ফ্রেম। স্পেশ্যাল এডিশনের এই স্মার্টফোনে রয়েছে একাধিক উন্নত ও আধুনিক ফিচার। তার মধ্যে ফ্লিপস্যুট কার্ড এবং ফ্লিপস্যুট কেস অন্যতম। অ্যাকসেসরিজগুলি ছাড়া স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো এডিশনে গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ভ্যানিলা মডেলের মতো একই ধরনের স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে। চলতি বছর জুলাই মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ফোন।
দুঃখের খবর একটাই যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো ফোন ভারতে এখনও পাওয়া যাবে না। সংস্থার তরফে জানানো হয়েছে ১ নভেম্বর থেকে এই স্পেশ্যাল এডিশনের ফোন পাওয়া যাবে অস্ট্রেলিয়া, কোরিয়া, ব্রিটেন, জার্মানি এবং স্পেনে। ভারতে আদৌ এই ফোন লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। উল্লিখিত দেশগুলিতে কেউ নতুন ফ্লিপ ফোন কিনতে চাইলে সুযোগ পাবেন স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফোন ১ নভেম্বর লঞ্চ হবে। আর ২ নভেম্বর থেকে তা কেনা যাবে। তবে স্যামসাং গ্যালাক্সির স্পেশ্যাল এডিশনের এই ফ্লিপ ফোনের দাম কত সেই ব্যাপারে এখনও কোনও তথ্য জানা যায়নি। অন্যদিকে যেহেতু স্যামসাং কর্তৃপক্ষ ভারতে এই ফোন লঞ্চ 'হবে না' এই জাতীয় কোনও তথ্য জানায়নি, তাই এখনই আশা হারাচ্ছেন না ভারতের গ্যাজেট প্রেমীরা।
কী কী ফিচার থাকতে চলেছে এই স্পেশ্যাল ফোনে
- ২০ বছর আগে লঞ্চ হওয়া স্যামসাংয়ের প্রথম ফ্লিপ ফোন SGH-E700- এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো ফোন।
- ইন্ডিগো ব্লু এবং সিলভার- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ রেট্রো মডেল। একটি ভিন্ন ধরনের ইউএক্স ডিজাইন ইন্টারপ্রিটেশন থাকতে চলেছে ফোনে। এখানে ২০০০ পিক্সেলের গ্রাফিক্স এবং অ্যানিমেশন পাওয়া যাবে ফ্লেক্স উইন্ডোতে।
- এই ফোনে তিনটি ফ্লিপস্যুট কার্ড থাকে। তার মধ্যে স্যামসাংয়ের বিভিন্ন সময়ের লোগো লক্ষ্য করা যাবে। এছাড়াও থাকবে একটি ফ্লিপস্যুট কেস এবং একটি কালেক্টর কার্ড।
আরও পড়ুন- ভারতে আসছে লাভা ব্লেজ ২ ৫জি ফোন, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে?