SBI PO Exam 2022: স্টেট ব্যাঙ্কের মেন পরীক্ষার অ্য়াডমিট কার্ড প্রকাশিত, এই তারিখের মধ্যে তুলতে পারবেন
State Bank Of India: যে চাকরিপ্রার্থীরা এই বছরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন।
State Bank Of India: SBI প্রবেশনারি অফিসার মেন পরীক্ষা ২০২২-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করছে। যে চাকরিপ্রার্থীরা এই বছরের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া PO পরীক্ষার জন্য আবেদন করেছেন, তাঁরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। এই কাজ করার জন্য, SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হল – sbi.co.in। মনে রাখবেন SBI প্রবেশনারি অফিসার অনলাইন মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে ৩০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত পাওয়া যাবে। প্রার্থীরা এই তারিখ পর্যন্ত অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন।
SBI PO Exam 2022: এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন
SBI PO প্রধান পরীক্ষা 2023-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, প্রার্থীদের SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এটি করার জন্য, SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানা হল – sbi.co.in । এখান থেকে আপনি পরীক্ষার সাথে সম্পর্কিত প্রয়োজনীয় বিশদ এবং আপডেটগুলি পেতে পারেন পাশাপাশি প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন।
State Bank Of India: বেশপত্র ডাউনলোড করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন
১ এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ sbi.co.in -এ যান।
২ SBI PO নামে একটি লিঙ্ক দেওয়া হবে, সেটিতে ক্লিক করুন। এই লিঙ্কটি Careers নামের সেকশনের অধীনে থাকবে।
৩ এই কাজ করলে আপনি একটি ড্রপ ডাউন বক্স দেখতে পাবেন।
৪ এই পৃষ্ঠায় লিঙ্কটিতে ক্লিক করুন যা লেখা আছে – SBI PO Mains Admit Card 2022।
৫ এতে ক্লিক করলে একটি নতুন পেজ খুলবে।
৬ এই পৃষ্ঠায় আপনার লগইন বিবরণ লিখুন ও জমা দিন।
৭ এই কাজ করার পর আপনার অ্য়াডমিট কার্ডটি কম্পিউটারের স্ক্রিনে দেখা যাবে।
৮ এখান থেকে দেখে অ্যাডমিট ডাউনলোড করুন।
৯ এর হার্ডকপি বের করে রাখুন। এটি ভবিষ্যতে আপনার কাজে লাগবে।
প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই পরীক্ষা দিতে পারবেন। এই নিয়োগ অভিযানের মাধ্যমে মোট ১৬৭৩টি পদ পূরণ করা হবে।
LIC AAO Recruitment 2023: সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) ৩০০ সহকারী প্রশাসনিক কর্মকর্তা (AAO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানি জানিয়েছে, ১৫ জানুয়ারি এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবল অনলাইনে LIC AAO নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা licindia.in -এ অনলাইনে গিয়ে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। LIC AAO 2023 নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ রাখা হয়েছে ৩১ জানুয়ারি।
আরও পড়ুন : LIC Recruitment: এলআইসিতে ৩০০টি পদে নিয়োগ শুরু, এইভাবে করুন আবেদন