Smartphones Under Rs 10000: ১০ হাজারের কমে কেনা যাবে নতুন ৫জি ফোন, কোম্পানির দাবি পাঁচ বছর চলবে একদম 'স্মুদ'
5G Phones Under Rs 10000: আইটেল জেনো ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। আপাতত শুধু ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেই এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে।

Smartphones Under Rs 10000: ভারতে লঞ্চ হয়েছে আইটেল সংস্থার নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হয়েছে আইটেল জেনো ৫জি ফোন। এই স্মার্টফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৪ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একাধিক এআই (AI) ফিচার রয়েছে আইটেল সংস্থার নতুন ৫জি ফোনে। আইটেলের নিজস্ব এআই ভয়েস অ্যাসিসট্যান্ট Aivana- এর সাপোর্টও রয়েছে আইটেল জেনো ৫জি ফোনে। ডুয়াল ৫জি সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। আইটেল সংস্থার দাবি, তাদের এই জেনো ৫জি ফোন ইউজারদের ৫ বছর পর্যন্ত lag-free fluency এক্সপিরিয়েন্স দেবে।
ভারতে আইটেল জেনো ৫জি ফোনের দাম কত, কী কী রঙে কেনা যাবে, জেনে নিন
ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে ১০,২৯৯ টাকা থেকে। এই ভ্যারিয়েন্টে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে। আপাতত শুধু ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকেই এক্সক্লুসিভ ভাবে এই ফোন কেনা যাবে। ক্রেতারা ১০০০ টাকা কুপন ডিসকাউন্টও পাবেন। Calx Titanium, Shadow Black, Wave Green- এই তিন রঙে লঞ্চ হয়েছে আইটেল জেনো ৫জি ফোন। ক্রেতারা ফোন কেনা থেকে ১০০ দিন পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের পরিষেবাও পাবেন বলে জানিয়েছে আইটেল সংস্থা।
আইটেল জেনো ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, কেনার আগে একনজরে দেখে নিন
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপর সুরক্ষার জন্য রয়েছে Panda MN228 গ্লাস প্রোটেকশন।
- ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশনের সাহায্যে এই ফোনের ইনবিল্ট ৪ জিবি র্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। আর স্টোরেজের পরিমাণও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্টে পরিচালিত হবে আইটেল জেনো ৫জি ফোন। এই ফোন ৭.৮ মিলিমিটার পুরু। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
- এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো, জলে সহজে নষ্ট হবে না ফোন। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে।






















