Realme Phones: রিয়েলমির নতুন ফোন ভারতে হাজির ৮ হাজার টাকারও কমে, নজর কাড়বে ফিচার-ডিজাইন
Smartphones Under Rs 10000: রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। ২৮ জুলাই দুপুর ১২টায় রয়েছে ফ্ল্যাশ সেল। সেখানে কেনা যাবে এই ফোন। এরপর এই ফোনের বিক্রি শুরু হবে ৩১ জুলাই দুপুর ১২টা থেকে।

Realme Phones: ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোন। এই ফোনের ৫জি ভ্যারিয়েন্ট গত মাসেই লঞ্চ হয়েছে দেশে। রিয়েলমি নারজো সিরিজের নতুন ৪জি মডেলে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও পাওয়া যাবে একটি অক্টা-কোর চিপসেটের সাপোর্ট। ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনে। এছাড়াও ওয়্যারড এবং রিভার্স ওয়্যারড চার্জিংয়ের সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি মডেলে রয়েছে ৬৩০০ এমএএইচ ব্যাটারিও।
ভারতে রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৮২৯৯ টাকা। ক্রেতারা পাবেন ৭০০ টাকার ডিসকাউন্ট ভাউচার। তার ফলে বেস মডেলের দাম কমে হবে ৬৫৯৯ টাকা। আর ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম কমে হবে ৭৫৯৯ টাকা।
রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে দুটো রঙে। আগামী ২৮ জুলাই দুপুর ১২টায় রয়েছে ফ্ল্যাশ সেল। সেখানে কেনা যাবে এই ফোন। এরপর এই ফোনের বিক্রি শুরু হবে ৩১ জুলাই দুপুর ১২টা থেকে।
রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। আর পাবেন ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন।
- এই ফোনে একটি octa-core Unisoc T7250 প্রসেসর রয়েছে। ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। রিয়েলমি নারজো সিরিজের এই ৪জি ফোনে একাধিক AI ফিচারের সাপোর্ট রয়েছে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনের রেয়রা ক্যামেরা ইউনিটের সেকেন্ডারি সেনসর কত মেগাপিক্সেলের তা জানা যায়নি।
- রিয়েলমি নারজো ৮০ লাইট ৪জি ফোনে ৬৩০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের ওয়্যারড রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। একবার পুরো চার্জ দিলে প্রায় ১৯ ঘণ্টা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন, ২০ ঘণ্টারও বেশি সময় ইউটিউব দেখতে পারবেন।






















