Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সির তিনটি ফোন একসঙ্গে লঞ্চ করেছে ভারতে, সবকটিরই দাম ১০ হাজারের কম
Budget Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ০৭, স্যামসাং গ্যালাক্সি এফ০৭ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৭- এই তিন ফোন লঞ্চ হয়েছে ভারতে। সবকটিই ৪জি মডেল।

Samsung Galaxy Phones: স্যামসাং গ্যালাক্সি এ০৭, স্যামসাং গ্যালাক্সি এফ০৭ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৪জি ফোন ভারতে লঞ্চ হয়েছে একসঙ্গে। এই তিন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে অনেক মিল রয়েছে। তবে ফারাক রয়েছে রং এবং দামে। এছাড়াও আলাদা আলাদা রিটেল চ্যানেলের মাধ্যমে এই ফোনগুলি দেশে বিক্রি হবে। স্যামসাং গ্যালাক্সির এই ফোনগুলিতে ৬.৭ ইঞ্চির এইচডি রেজোলিউশন যুক্ত এলসিডি স্ক্রিন রয়েছে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট। এর পাশাপাশি স্যামসাং গ্যালাক্সির এই তিন ফোনে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৭, স্যামসাং গ্যালাক্সি এফ০৭ এবং স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৪জি ফোনের দাম কত
স্যামসাং গ্যালাক্সি এ০৭ ৪জি ফোনের দাম ৮৯৯৯ টাকা। কালো, সবুজ ও হাল্কা বেগুনি রঙে এই ফোন লঞ্চ হয়েছে। অনলাইনে কেনা যাবে স্যামসাং অনলাইন স্টোর থেকে।
স্যামসাং গ্যালাক্সি এফ০৭ ৪জি ফোনের দাম ৭৬৯৯ টাকা। শুধুমাত্র সবুজ রঙে এই ফোন লঞ্চ হয়েছে। অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।
স্যামসাং গ্যালাক্সি এম০৭ ৪জি ফোনের দাম ৬৯৯৯ টাকা। কালো রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। এটি অ্যামাজন এক্সক্লুসিভ হ্যান্ডসেট। অর্থাৎ ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে এই ফোন।
সম্প্রতি ১৫ হাজার টাকার কম দামে স্যামসাং গ্যালাক্সির ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে
সেপ্টেম্বর মাসেই ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন। স্যামসাংয়ের নিজস্ব Exynos চিপসেট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোনে একটি ৫ এনএম Exynos ১৩৩০ চিপসেট সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোন মাত্র ৭.৫ মিলিমিটার পুরু। ফোনটি যথেষ্ট পাতলা এবং হাল্কা ডিজাইনের। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোন। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে Corning Gorilla Glass Victus ডিসপ্লে প্রোটেকশন। এছাড়াও স্যামসাংয়ের এই ৫জি ফোনে রয়েছে এলাধিক গ্যালাক্সি AI ফিচারের সাপোর্ট। সেই তালিকায় গুগল জেমিনি এবং সার্কেল টু সার্চও রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৭ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা।






















