Smartphones: ভারতে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন কিনতে পারবেন? রইল তালিকা
Smartphones Under Rs 15000: ভারতে ১৫ হাজার টাকার মধ্যে কোন কোন ফোন আপনি কিনতে পারবেন দেখে নিন।
Smartphones: নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে এবং বাজেট মাঝারি রেঞ্জে হলে আপনি ১৫ হাজার টাকার মধ্যে বেশ কয়েকটি ফোন পেয়ে যাবেন অ্যামাজনে (Amazon)। জনপ্রিয় ই-কমার্স সংস্থা থেকে কোন সংস্থার কোন স্মার্টফোন (Smartphones Under Rs 15000) আপনি কিনতে পারবেন দেখে নেওয়া যাক সেই তালিকা।
ওপ্পো এ৫৯
এই ফোনের আসল দাম ১৭,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজনে কেনা যাবে ১৩,৯৯৯ টাকায়। ওপ্পো 'এ' সিরিজের এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের SuperVOOC ফ্ল্যাশ চার্জের সাপোর্ট। এই ফোনে ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেস্র রয়েছে। এছাড়াও রয়েছে ডুয়াল ৫জি কানেক্টিভিটি। প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। আর রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। ওপ্পো এ৫৯ ফোনে একটি ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
রিয়েলমি নারজো ৬০এক্স
রিয়েলমির এই ফোনের আসল দাম ১৪,৯৯৯ টাকা। তবে অ্যামাজন থেকে এই ফোন ১২,৯৯৯ টাকায় কেনা যায়। এই ফোনে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হবে এই ফোনে। আর পুরো চার্জ হতে সময় লাগবে ৭০ মিনিট। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। এই ফোনে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। রিয়েলমি নারজো ৬০এক্স ফোনে ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
নোকিয়া জি৪২ ৫জি
নোকিয়ার এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। নোকিয়া জি৪২ ৫জি ফোন এখন অ্যামাজনে কেনা যাবে ১২,৪৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৫জি কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। মোট ১১ জিবি র্যাম রয়েছে এই ফোনে, যার মধ্যে ৫ জিবি ভার্চুয়াল র্যাম। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে নোকিয়ার এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।