Tech Tips: ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেছেন? আর কি ফিরে পাওয়া সম্ভব? জেনে নিন সবিস্তারে
Facebook Account Delete: চলুন একনজরে দেখে নেওয়া যাক ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং তা পুনরুদ্ধার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
Tech Tips: বিভিন্ন কারণে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট (Facebook Account Delete) করতে পারি। ব্যক্তিগত কারণে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন। কেউ বা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি কাটাতেও ডিলিট করেন ফেসবুক অ্যাকাউন্ট। এখন প্রশ্ন হল এই ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট কি পুনরায় (Facebook Account Recover) ফিরে পাওয়া সম্ভব? সহজ কিছু কৌশল জানলে আপনি আপনার ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন। তবে এর একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট এবং তা পুনরুদ্ধার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
- ফেসবুক, বর্তমান নাম মেটা, আমাদের জীবনের যঙ্গে ওতোপ্রোতভবে জড়িয়ে গিয়েছে। আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পরেও ৩০ দিন সময় আপনার হাতে থাকবে। এই সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে। অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের রিকোয়েস্ট করার পরেও ৩০ দিনের মধ্যে তা রিকভার বা পুনরুদ্ধার করার সুযোগ পাবেন ইউজার।
- প্রথমে আপনার ফোন কিংবা বা ল্যাপটপ অথবা ডেস্কটপে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। এবার ডিলিট করে দেওয়া অ্যাকাউন্ট যে ইমেল কিংবা ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করা ছিল তা দিয়েই লগ-ইন করতে হবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ডিলিট করা অ্যাকাউন্টে লগ-ইনের ক্ষেত্রে ব্যবহৃত হওয়া ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড- এগুলি আপনাকে মনে রাখতে হবে অতি অবশ্যই।
- লগ-ইন করার পর এবার আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের অপশন ক্যান্সেল করার সুযোগ পাবেন। ক্যান্সেল ডিলিটেশন অপশনে ক্লিক করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিস্টোর হয়ে যাবে। অর্থাৎ আপনি ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন।
- যদি কোনওভাবে আপনি অ্যাকাউন্ট ডিলিট এই অপশন ক্যান্সেল করার সুযোগ খুঁজে না পান তাহলে বুঝবেন আপনি ৩০ দিনের সময়সীমা পেরিয়ে গিয়েছেন। এই সময়সীমা পেরিয়ে গেলে আপনি আর ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন না। কারণ ডিঅ্যাক্টিভেট পর্যায় থেকে তা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে।
আরও পড়ুন- দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোনের, কত দামে কিনতে পারবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।