Tecno Smartphone: ভারতে আসছে টেকনো সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ, কবে লঞ্চ? কোন কোন মডেল লঞ্চ হতে পারে?
Tecno Camon 20 Series: জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে Tecno Camon 20 এবং Tecno Camon 20 প্রো ৫জি ফোন। এই দুই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
Tecno Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন ফোন। আগামী ২৭ মে লঞ্চ হতে চলেছে Tecno Camon 20 সিরিজ। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে Tecno Camon 20 এবং Tecno Camon 20 প্রো ৫জি ফোন। এই দুই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। টেকনো সংস্থার তরফেই এই সমস্ত ফিচার, স্পেসিফিকেশন ঘোষণা করা হয়েছে। যেমন জানা গিয়েছে, Tecno Camon 20 সিরিজের ফোনে মিডিয়াটেক চিপসেট থাকবে। তার সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। দুটো ফোনেই থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও Tecno Camon 20 সিরিজের দুই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
Tecno Camon 20 সিরিজের দুই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- Tecno Camon 20 এবং Tecno Camon 20 প্রো ৫জি- এই দুই ফোনে থাকতে চলেছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকবে। প্রো মডেলের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- Tecno Camon 20 ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি জি৮৫ প্রসেসর থাকবে। Tecno Camon 20 প্রো ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ চিপসেট থাকবে। এই দুই ফোনে থাকবে ৮ জিবি র্যাম।
- Tecno Camon 20 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি QVGA টার্সিয়ারি ক্যামেরা। অন্যদিকে Tecno Camon 20 প্রো ৫জি মডেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে চলেছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। দুটো ফোনের থাকছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- Tecno Camon 20 সিরিজের দুই ফোনে ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। এছাড়াও থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। টেকনো সংস্থার দাবি, Tecno Camon 20 ফোনে ৩২ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। Tecno Camon 20 ফোনের বাক্সে ১৮ ওয়াটের চার্জার থাকবে।
আইফোন ১৬
আইফোন ১৫ (iPhone 15) এখনও লঞ্চ হয়নি। তার আগেই আইফোন ১৬ (iPhoe 16) - র সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে, অ্যাপেল কর্তৃপক্ষ এবছর সেপ্টেম্বর মাসে আইফো ১৫ লঞ্চ করতে পারে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে আইফোন ১৬ লঞ্চের সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, আইফোন ১৬-র ক্ষেত্রে ক্যামেরা সেনসর লেআউটে কিছু পরিবর্তন হতে পারে। শোনা যাচ্ছে, আইফোন ১২-র মতো ক্যামেরা মডিউল থাকতে পারে আইফোন ১৬-র ক্ষেত্রে। আরও শোনা গিয়েছে, আইফোন ১৬-র বেস মডেলে আইফোন ১২-র মতো ক্যামেরা থাকতে পারে। যদিও এইসব তথ্য প্রকাশ্যে এসেছে টিপস্টারের মাধ্যমে। অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। আইফোন ১৬-র ক্ষেত্রে লম্বালম্বি বা ভার্টিকাল ক্যামেরা মডিউল থাকতে পারে বলে শোনা গিয়েছে।
আরও পড়ুন- আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?