Tecno Pop 6 Pro: ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে টেকনো পপ ৬ প্রো ফোন, দাম কত হতে পারে?
Tecno Phone: টেকনো কোম্পানির নতুন ফোন টেকনো পপ ৬ প্রো ভারতে লঞ্চ হতে চলেছে।
Tecno Pop 6 Pro: আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে পারে টেকনো পপ ৬ প্রো (Tecno Pop 6 Pro) ফোন। টেকনো সংস্থার এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ অবশ্য এখনও জানা যায়নি। ইতিমধ্যেই প্রতিবেশী দেশ বাংলাদেশে এই ফোন লঞ্চ হয়েছে। সেখানে দুটো রঙে লঞ্চ হয়েছে টেকনো পপ ৬ প্রো ফোন। ভারতে টেকনো (Tecno) কোম্পানির এই ফোন কত দামে লঞ্চ হতে পারে এবং কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও এর সবই সম্ভাব্য ফিচার, স্পেসিফিকেশন এবং দাম। শোনা যাচ্ছে টেকনো পপ ৬ প্রো ফোনে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে HD+ রেজোলিউশন থাকবে। এছাড়াও ডিসপ্লের উপর থাকতে পারে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন যেখানে সেলফি ক্যামেরা সেনসর যুক্ত থাকবে।
ভারতে টেকনো পপ ৬ প্রো ফোনের সম্ভাব্য দাম এবং উপলব্ধতা
এখনও এই ফোনের দাম ভারতে কত হবে তা জানা যায়নি। আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে বাংলাদেশের ভ্যারিয়েন্টের থেকে ভারতে টেকনো পপ ৬ প্রো ফোনের দাম কম হবে বলা শোনা যাচ্ছে। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে টেকনো সংস্থার এই ফোন। এমনটাই শোনা গিয়েছে।
টেকনো পপ ৬ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
সম্ভবত বাংলাদেশের ভ্যারিয়েন্টের মতোই ফিচার ও স্পেসিফিকেশন থাকবে ভারতের মডেলেও।
- •টেকনো পপ ৬ প্রো ফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনের সাপোর্ট।
• এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সেখানে HD+ রেজোলিউশন থাকতে পারে।
• এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন যেখানে সেলফি ক্যামেরা সেনসর যুক্ত থাকবে।
• এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর থাকতে পারে। তবে কী প্রসেসর থাকবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি।
• টেকনো পপ ৬ প্রো ফোনে ৩ জিবি র্যাম থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডিজাইনার ব্যাক প্যানেল।
• এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকার কথা শোনা গিয়েছে। - টেকনো পপ ৬ প্রো ফোনে একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি। ৪জি এই ফোনে ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ, এফএম সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে AI ফিচার যুক্ত সেকেন্ডারি রেয়ার ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১৬, এই ৪জি ফোনে কী কী ফিচার রয়েছে