Tecno Pova 4: ভারতে কবে লঞ্চ হবে টেকনো পোভা ৪? দেখে নিন এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার
Tecno Smartphones: টেকনো পোভা ৪ ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের AI ভিত্তিক ক্যামেরা সেনসর থাকতে পারে।
Tecno Pova 4: টেকনো পোভা ৪ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৭ ডিসেম্বর। টেকনো সংস্থা তাদের এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিন ঘোষণা করেছে। গেমারদের জন্য এই নতুন ফোন লঞ্চ করতে চলেছে টেকনো সংস্থা। জানা গিয়েছে, এই ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এই প্রসেসরের সঙ্গে যুক্ত থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনে থাকবে ডুয়াল গেম ইঞ্জিন। শোনা গিয়েছে, অ্যামাজন থেকে টেকনো পোভা ৪ ফোন কেনা যাবে। এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই ফোনে ১০ ঘণ্টা কথা বলার জন্য ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে। শোনা গিয়েছে, টেকনো পোভা ৪ ফোনে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১২- র সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের AI ভিত্তিক ক্যামেরা সেনসর থাকতে পারে।
Realme GT Neo 5
রিয়েলমি সংস্থার নতুন ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। দুটো ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে যেখানে দুটো ব্যাটারি থাকবে। একটিতে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্য ভ্যারিয়েন্টে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি জিটি নিও ৩ সিরিজের সাকসেসর হিসেবে রিয়েলমি জিটি নিও ৫ ফোন লঞ্চ হতে চলেছে বলে জানা গিয়েছে।
Redmi Note 12
ভারতে রেডমি নোট ১২ (Redmi Note 12) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও রেডমি নোট ১২ ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি সংস্থার তরফে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে, সম্ভবত নতুন বছরে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে এই স্মার্টফোন। ২০২৩ সাল অর্থাৎ আগামে বছরের প্রথম ভাবে রেডমি নোট ১২ ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে ইতিমধ্যেই রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ করেছে শাওমি সংস্থা। তবে চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের আকাশ পাতাল ফারাক থাকবে বলে অনেক আগেই শোনা গিয়েছিল। চিনে রেডমি নোট ১২ সিরিজে লঞ্চ হয়েছে রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন। তবে ভারতে রেডমি নোট ১২ সিরিজের ক্ষেত্রে কোন কোন ফোন লঞ্চ হবে তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। শোনা গিয়েছে, হয়তো এই তিনটি ফোনের মধ্যে আগে একটা বা দুটো লঞ্চ হবে। পরে বাকিগুলো লঞ্চ হবে।
আরও পড়ুন- ৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে এই বহু প্রতীক্ষিত ফোন, শীঘ্রই ভারতে এই স্মার্টফোনগুলির লঞ্চ