Trump Mobile: স্মার্টফোন ব্যবসায় নামছে ট্রাম্প পরিবার ! বাজারে আসছে 'ট্রাম্প মোবাইল'- কত দাম, কী কী সুবিধে জানেন ?
Trump Mobile Price Features: এখন গ্রাহকরা যে মোবাইল ফোন ব্যবহার করছেন তা বদলেও তারা ট্রাম্প মোবাইলের পরিষেবার সাবস্ক্রিপশন নিতে পারবেন। আইফোনকে টেক্কা দিতেই কি ট্রাম্প অর্গানাইজেশনের এই প্রয়াস ?

Trump Organization: ট্রাম্পের পরিবার এবার নামছে স্মার্টফোনের ব্যবসায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পড়েছে অ্যাপল এবং স্যামসাংয়ের মত সংস্থাগুলি। এবারে আইফোন সহ অন্যান্যত স্মার্টফোন নির্মাতাদের টেক্কা (Trump Mobile) দিতে ট্রাম্পের নামেই মোবাইল আসছে বাজারে। গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক জানান যে এই নতুন প্রজেক্টের নাম হবে ট্রাম্প মোবাইল আর এই সংস্থা কেবলমাত্র আমেরিকায় তৈরি মোবাইল ফোনই বিক্রি করবে। একটি নতুন মোবাইল ফোন ও পরিষেবার ঘোষণাও করেন এরিক যার নাম টি ওয়ান মোবাইল (T1 Phone)। সোনালি রঙের এই মোবাইল ফোন সম্পূর্ণরূপে আমেরিকায় তৈরি ও ডিজাইন করা।
এখন এই টি ওয়ান মোবাইল 'প্রি অর্ডার' করা যাচ্ছে। ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে এই স্মার্টফোন অর্ডার করা যাচ্ছে। সেপ্টেম্বর মাস থেকে এই ফোন পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এখন গ্রাহকরা যে মোবাইল ফোন ব্যবহার করছেন তা থেকেও তারা ট্রাম্প মোবাইলের পরিষেবার সাবস্ক্রিপশন নিতে পারবেন। সোমবার এরিক ট্রাম্প একটি বিবৃতিতে বলেন, 'কঠোর পরিশ্রমী আমেরিকানদের সাশ্রয়ী মূল্যের একটি ওয়্যারলেস পরিষেবা দরকার, যা তাদের মূল্যবোধকে প্রতিফলিত করবে, আর একইসঙ্গে দারুণ গুণমানসম্পন্ন হবে।'
ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে এই নতুন সোনালি রঙের ফোন অগাস্ট মাস থেকে পাওয়া যাবে ৪৯৯ মার্কিন ডলারে। তবে এই মোবাইল আগে থেকে বুক করতে হলে অর্থাৎ প্রি-অর্ডারের জন্য দিতে হবে ১০০ ডলার। আর এই মোবাইলের সঙ্গে একটি সার্ভিস প্ল্যানও নিতে হবে যার নাম দেওয়া হয়েছে '৪৭ প্ল্যান' আর এর জন্য খরচ পড়বে মাসিক ৪৭.৪৫ ডলার। পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, টেক্সট এবং ডেটার সুবিধে এবং অতিরিক্ত সুবিধের মধ্যে পাবেন টেলিহেলথ ও রোডসাইড অ্যাসিস্ট্যান্সও।
I would seriously consider a Trump Mobile phone when I buy another.
— Jeff Carlton (@JeffWCarlton) June 16, 2025
Made in America, with American tech support. Those are features I can appreciate. pic.twitter.com/i3CVFwKTan
প্রেস বিজ্ঞপ্তিতে ট্রাম্প মোবাইল সংস্থা জানিয়েছে যে এই স্মার্টফোন বাজারে আসবে অগাস্ট ২০২৫-এ। তবে এর অফিসিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত হবে এই বছর সেপ্টেম্বর মাসে। ১৬ জুন থেকে প্রি-অর্ডার শুরু হয়ে গিয়েছে।
কী কী ফিচার্স ট্রাম্প মোবাইলে
টি ওয়ান মোবাইলে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫, ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ এমপির মেন ক্যামেরা, ১২ জিবি র্যাম, ২৫৬ জিবির এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ৫০০০ এমএএইচের ব্যাটারি। শুধু তাই নয় এও জানানো হয়েছে যে এই মোবাইলের গ্রাহকদের সুবিধে দিতে আমেরিকায় ২৫০ আসনের কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার তৈরি করা হবে। গ্রাহকরা তাদের বর্তমান ফোন থেকে বদলে এই ট্রাম্প মোবাইল নিতে পারবেন।






















