Vivo Phones: শক্তিশালী ব্যাটারি সমেত নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ করেছে ভিভো, কী কী ফিচার রয়েছে?
Vivo Y19s 5G: ভিভো ওয়াই১৯এস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ - এই তিনটি ভ্যারিয়েন্টে।

Vivo Phones: ভিভো ওয়াই১৯এস ফোন লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ৫জি ফোন। ভিভো- র এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এখনও এই ফোনের দাম প্রকাশ করেনি ভিভো সংস্থা। কোথা থেকে কেনা যাবে, তাও জানা যায়নি। তবে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে যেহেতু এই ফোনের নাম দেখা গিয়েছে, তাই অনুমান অনলাইনে ভিভো ওয়াই১৯এস ৫জি ফোন ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে। দুটো রঙে এবং তিনটি স্টোরেজ কনফিগারেশন ভ্যারিয়েন্টে ভিভো- র এই ফোন লঞ্চ হয়েছে ভারতে।
ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর বা সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট এই ফোনে পাবেন ইউজাররা। ফোন পরিচালিত হবে FuntouchOS ১৫- র সাহায্যে।
ভিভো ওয়াই১৯এস ৫জি ফোন কী কী ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে
ভিভো ওয়াই১৯এস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ - এই তিনটি ভ্যারিয়েন্টে। ম্যাজেস্টিক গ্রিন এবং টাইটেনিয়াম সিলভার, এই দুই রঙে ভিভো ওয়াই১৯এস ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। তবে ফোনের দাম জানা যায়নি। কোন ভ্যারিয়েন্টের কত দাম, তা জানা যায়নি।
ভিভো ওয়াই১৯এস ৫জি ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন একনজরে
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬.৭৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট রয়েছে এই ফোনে। ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এর সঙ্গে রয়েছে ০.৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই১৯এস ৫জি ফোনে।
- ভিভো ওয়াই১৯এস ৫জি ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ফোনটি ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ফোনের ওজন প্রায় ১৯৯ গ্রাম।






















