Welcome 2022: বছরের শুরুতেই আসছে Vivo-র এই 'স্লিমেস্ট' ফোন, মিডরেঞ্জে থাকছে দুর্দান্ত ফিচার
Vivo V23 Pro 5G Launch: ভারতে আগামী ৫ জানুয়ারি লঞ্চ হবে Vivo V23 5G সিরিজ। কোম্পানির দুই স্মার্টফোনের মধ্যে থাকছে Vivo V23 5G ছাড়াও Vivo V23 Pro 5G।
Vivo V23 Pro 5G Launch Date: বছর শুরুর সপ্তাহেই থাকছে চমক। ভারতে আগামী ৫ জানুয়ারি লঞ্চ হবে Vivo V23 5G সিরিজ। কোম্পানির দুই স্মার্টফোনের মধ্যে থাকছে Vivo V23 5G ছাড়াও Vivo V23 Pro 5G।
Vivo V23 Pro 5G Launch: কোম্পানির তরফে দাবি করা হয়েছে, দেশে সবথেকে পাতলা 3D কার্ভ ডিসপ্লে স্মার্টফোন (7.36mm)হবে এই ডিভাইস। ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে ফোনের অফিশিয়াল টিজার। একটি ম্যাচ চলাকালীন Vivo V23 5G সিরিজের অফিশিয়াল টিজার ভিডিওটি দেখা যায়। যেখানে Coming Soon দিয়ে শেষ হয়েছে ভিডিয়ো।
Vivo V23 5G Camera
অটো সাইটগুলোর মতে, V23 সিরিজ ভারতের 'প্রথম 50MP আই অটোফোকাস ডুয়াল সেলফি ক্যামেরা' সহ আসছে। যাতে একটি 8MP শ্যুটারও থাকবে। পাশাপাশি Vivo V23-তে পেতে পারেন 64 মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা ছাড়াও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ।
Vivo V23 5G Pro Colour : Vivo এখনও হ্যান্ডসেট প্রকাশ্যে আনেনি। তবে বিভিন্ন সাইটে ঘুরে বেড়াচ্ছে Vivo V23 5G সিরিজের নানা রঙের ফোন। অফিশিয়াল প্রোমো অনুসারে, V23 ও V23 Pro সানশাইন গোল্ড ও স্টারডাস্ট ব্ল্যাক রঙের অপশনে পাওয়া যাবে।
Vivo V23 5G Specs: রিপোর্ট অনুযায়ী, Vivo V23 5G-তে MediaTek Dimensity 920 প্রসেসর পাওয়া যাবে। এছাড়াও ফোনে থাকবে 12 জিবি র্যামের সাথে 256 জিবি ইন্টারনাল মেমরি । ফোনে থাকবে একটি 6.44-ইঞ্চি ফুল HD ডিসপ্লে।
Vivo V23 Pro 5G Specs: Vivo V23 Pro 5G-তে থাকছে MediaTek Dimensity 1200 চিপসেট। যাতে 12GB পর্যন্ত RAM ও 256GB পর্যন্ত ইন্টারনাল মেমরির অপশন পাবেন। এই হ্যান্ডসেটটি একটি 3D কার্ভড স্ক্রিন সহ আসতে পারে। যাতে দেওয়া হতে পারে 6.56-ইঞ্চি AMOLED ডিসপ্লে ।
Vivo V23 5G Price: রিপোর্ট বলছে, Vivo V23 5G-র দাম 26 থেকে 29 হাজার টাকার মধ্যে হতে পারে। পাশাপাশি Vivo V23 5G Pro-র ফোনের দাম হতে পারে 37-40 হাজার টাকার মধ্যে।