Vivo V25 Pro: ভিভো ভি২৫ প্রো ফোন কবে লঞ্চ হবে ভারতে? ভিভো ভি২৫ ফোন দেখতেই বা কেমন হবে
Vivo Smartphone: ভিভো ভি সিরিজের নতুন ফোন ভিভো ভি২৫ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। দেখে নিন এই ফোনের সম্ভাব্য বিভিন্ন ফিচার।
Vivo Smartphone: ভারতে আসছে ভিভো ‘ভি’ সিরিজের (Vivo V Series) নতুন ফোন ভিভো ভি২৫ প্রো (Vivo V25 Pro)। জানা গিয়েছে, ১৭ অগস্ট ভিভোর এই স্মার্টফোন (Vivo Smartphone) লঞ্চ হবে ভারতে। এই ফোনের বিশেষত্ব হল এখানে থাকবে একটি কালার চেঞ্জিং ব্ল্যাক প্যানেল। অর্থাৎ ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশের রঙ পরিবর্তন হবে। শোনা যাচ্ছে, ভিভো ভি২৫ সিরিজের এই প্রো মডেলের সঙ্গে যুক্ত হতে পারে ভিভো ভি২৫ ভ্যানিলা মডেল এবং ভিভো ভি২৫ই- এই দুই ফোন। ইতিমধ্যেই ভিভো ভি২৫ ফোনের একটি ছবি প্রকাশ্যে এসেছে। আর তা দেখে বোঝা যাচ্ছে সোনালি রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ছবিতে দেখা গিয়েছে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি LED ফ্ল্যাশও থাকবে।
ভিভো ভি২৫ প্রো
ভিভো ভি২৫ প্রো ফোনে একটি থ্রিডি কার্ভড স্ক্রিন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, একটি ৪৮৩০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট। এর আগে শোনা গিয়েছিল যে ৮ জিবি র্যাম সমেত ভিভোর এই ফোন লঞ্চ হতে পারে। এছাড়াও এখানে থাকতে পারে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ওয়াটার ড্রপ স্টাইলের নচ, অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট, with Funtouch OS 12 সাপোর্ট। ফ্লিপকার্টেও এই ফোনের নাম দেখা গিয়েছে। অর্থাৎ লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে ভিভো ভি২৫ প্রো ফোন কেনা যাবে। কার্ভড ডিসপ্লে এবং তার উপর হোল পাঞ্চ কাট আউটে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ভিভো ভি২৫
এই ফোনের ছবি প্রকাশ হয়েছে। সেখানেই দেখা গিয়েছে যে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সোনালি রঙে লঞ্চ হবে ভিভোর এই ফোন। এর আগে দেখা গিয়েছে ডায়মন্ড ব্ল্যাক এবং সানরাইজ গোল্ড রঙেও লঞ্চ হতে পারে ভিভো ভি২৫ ফোন। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং LED ফ্ল্যাশ। ৬.৬২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর বা মিডিয়াটেক ডিমেনসিটি ১২০০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ বা ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
আরও পড়ুন- মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন