Vivo V27 Series: ভারতে আসছে ভিভো ভি২৭ সিরিজ, কী কী ফোন কবে লঞ্চের সম্ভাবনা? রইল সম্ভাব্য ফিচার- স্পেসিফিকেশন
Vivo Smartphone: ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি।
Vivo V27 Series: ভিভো সংস্থা ভারতে ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ করতে চলেছে বলে শোনা গিয়েছে। এই ফ্ল্যাগশিপ সিরিজে প্রাথমিক ভাবে দুটো ফোন লঞ্চের পরিকল্পনা রয়েছে ভিভো সংস্থার। সূত্রের খবর, ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে পারে ভারতে। এর মধ্যে প্রো মডেলে থাকতে পারে মিডিয়াটেকের লেটেস্ট ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। ভ্যানিলা মডেলে একই চিপসেট থাকবে নাকি আলাদা তা নিশ্চিত ভাবে এখনও জানা যায়নি। ভিভো ভি২৭ সিরিজের এই দুই ফোনেই সোনি সংস্থার দুর্দান্ত ক্যামেরা সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এইসব ক্যামেরা সেনসরের সাহায্যে রাতের বেলায় অন্ধকারে ভাল ছবি তোলা সম্ভব হবে, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে।
ভারতে ভিভো ভি২৭ সিরিজ কবে লঞ্চ হতে পারে
ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ভিভো ভি২৭ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে। তবে এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, ভিভো ভি২৭ সিরিজের দুটো ফোন ভ্যানিলা এবং প্রো মডেলে কার্ভড ডিসপ্লে থাকতে পারে। যদি এই ফোনগুলিতে কার্ভড ডিসপ্লে থাকে তাহলে এই প্রথম কোনও ভিভো ফোন ভারতে কার্ভড ডিসপ্লে নিয়ে লঞ্চ হবে। কারণ এর আগে লঞ্চ হওয়া ভিভো ফোনের ক্ষেত্রে এই ফিচার দেখা যায়নি। এছাড়াও শোনা যাচ্ছে, ভিভো ভি২৭ সিরিজের এই দুই ফোনে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকতে পারে। সেখানে আবার দু'ধরনের কালার চেঞ্জিং অপশন থাকার সম্ভাবনা রয়েছে। এই ফিচার সত্যিই থাকলে এই প্রথম এমন কোনও ভিভো ফোন ভারতে লঞ্চ হবে। কারণ এর আগে কালার চেঞ্জিং রেয়ার প্যানেল নিয়ে ভিভোর ফোন দেশে লঞ্চ হলেও সেখানে দু'ধরনের রঙ পরিবর্তনের সুযোগ ছিল না।
Realme Coca-Cola Phone: আগামী সপ্তাহেই ভারতে আসছে রিয়েলমির কোকা-কোলা স্পেশ্যাল এডিশন (Realme Coca-Cola Special Edition Phone) ফোন। শোনা গিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। গতবছর ডিসেম্বর মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G)। তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমির কোকা-কোল স্পেশ্যাল এডিশন ফোন। ১০ ফেব্রুয়ারি ভারতীয় সময় দুপুর ১২টা ৩০মিনিটে এই ফোন লঞ্চ হবে দেশে। ডুয়াল কালার টনের রেয়ার প্যানেল থাকবে এই ফোনে। লাল এবং কালো রঙের সংমিশ্রণ থাকবে। তার সঙ্গে থাকবে কোকা-কোলা এবং রিয়েলমি ব্র্যান্ডিং।
আরও পড়ুন- ভারতে রিয়েলমি কোকা-কোলা ফোন লঞ্চ হতে হাতে বাকি আর মাত্র কয়েকদিন, কবে আসছে?