Vivo Smartphones: ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো ভি২৯ সিরিজ? কোন কোন ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে?
Vivo V29 Series: ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
Vivo Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৯ ৫জি (Vivo V29 5G) ফোন। অগস্ট মাসে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। এই ফোনের সঙ্গে ভিভো ভি২৯ প্রো (Vivo V29 Pro) ফোনও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আগেই ফাঁস হয়েছে। এবার আনুষ্ঠানিক ভাবে ভিভো সংস্থার 'ভি' সিরিজের এই দুই ফোনের টিজার প্রকাশ হয়েছে। ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ প্রসঙ্গেও জানা গিয়েছে। ভিভো সংস্থা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো ভি২৯ সিরিজের ফোনগুলির নাম প্রকাশ করেছে। হিমালয়ান ব্লু, ম্যাজেস্টিক রেড এবং স্পেস ব্ল্যাক- এই তিনটি রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ফোন। লাল রঙের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল ফিচার থাকবে বলেও শোনা গিয়েছে। তবে এখনও নির্দিষ্ট লঞ্চের দিন ঘোষণা করেনি ভিভো কর্তৃপক্ষ। শুধু তাদের ওয়েবসাইটের 'Know More' সেকশনে লেখা হয়েছে 'Stay Tuned, Until we meet on October 4.'। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে, হয়তো ৪ অক্টোবর ভারতে লঞ্চ হতে পারে ভিভোর এই দুই ফোন।
ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন
- ভিভো ভি২৯ সিরিজের এই দুই ফোনে আলট্রা স্লিম থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে।
- ভিভো ভি২৯ ৫জি ও ভিভো ভি২৯ প্রো ৫জি- এই দুই ফোনের থিকনেস হতে পারে ৭.৪৬ মিলিমিটার।
- বেস এবং প্রো মডেলের ওজন হতে পারে যথাক্রমে ১৮৬ এবং ১৮৮ গ্রাম।
- এছাড়াও এই দুই ফোনে থাকতে পারে একটি Smart Aura লাইট।
ভিভো ভি২৯- গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতে লঞ্চ হতে চলা মডেলেও ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর থাকারও সম্ভাবনা রয়েছে। এই ফোন পরিচালিত হতে পারে Android 13-based FuntouchOS 13- এর সাহায্যে। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে এই ফোনে।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাগেল লেন্স) এবং ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আরও পড়ুন- গুগল পে- এর মতো 'পেমেন্ট' ফিচার আসছে এক্স মাধ্যমে, ঘোষণা সিইও-র