Vivo Smartphones: ভারতে আসছে ভিভো ভি২৯ এবং ভিভো ভি২৯ প্রো, কবে লঞ্চের সম্ভাবনা? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
Vivo Phone: ভিভো ভি২৯ ৫জি ফোন গ্লোবাল মার্কেটে (নির্দিষ্ট) আগেই লঞ্চ হয়েছিল। অন্যদিকে শোনা যাচ্ছে, ভিভো ভি২৯ প্রো ৫জি ফোন শুধুমাত্র ভারতের জন্যই তৈরি হচ্ছে।
Vivo Smartphones: গত মাসে ভিভো ভি২৯ (Vivo V29) ফোন নির্দিষ্ট কিছু দেশে লঞ্চ হয়েছে। এবার শোনা যাচ্ছে, এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তার সঙ্গে লঞ্চ হতে পারে ভিভো ভি২৯ প্রো (Vivo V20 Pro) ফোন। সেপ্টেম্বর মাসেই এই দুই ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি এখনও। ভিভো ভি২৯ মডেল তার গ্লোবাল ভ্যারিয়েন্টের মতোই লঞ্চ হতে পারে দেশে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। একটি এক্সক্লুসিভ Majestic Red রঙে ভিভো ভি২৯ ও ভিভো ভি২৯ প্রো- দুই ফোনই লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতের জন্যই এক্সক্লুসিভ ভাবে তৈরি হয়েছে ভিভো ভি২৯ প্রো, তেমনটাই শোনা গিয়েছে। একাধিক রঙে এই দুই ফোন লঞ্চ হবে ভারতে।
সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন (গ্লোবাল ভ্যারিয়েন্ট অনুসারে)
ভিভো ভি২৯ ৫জি ফোনে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট রয়েছে গ্লোবাল ভ্যারিয়েন্টে। এছাড়াও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13 - এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে। ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে ভিভোর এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। মোট তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল এই ফোন। গ্লোবাল মার্কেটে ভিভো ভি২৯ ৫জি ফোন লঞ্চ হয়েছে Himalayan Blue, Majestic Red, Purple Fairy, Space Black- এই চারটি রঙে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) ফিচার সমেত রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেল্র মোনোক্রোম ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেনসর। এই ফ্রন্ট ক্যামেরা সেনসরে আবার রয়েছে অটোফোকাস ফিচার।
ভিভো ভি২৯ ৫জি ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ইউজারদের নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও এই ফোনে ৫জি, ৪জি, ব্লুটুথ, জিপিএস এবং Beidou, GLONASS, NavIC সাপোর্ট। আর রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট।
Vivo T2 Pro 5G: ভিভো টি সিরিজের নতুন ৫জি ফোন ভিভো টি২ প্রো ৫জি (Vivo T2 Pro 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২২ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে ভিভো টি২ প্রো ৫জি ফোন (5G Phone)।