Vivo Y16: এই সপ্তাহেই ভারতে আসছে ভিভো ওয়াই১৬ ফোন, ফাঁস হল দাম
Vivo Y Series Smartphone: ভিভো ওয়াই১৬ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
Vivo Smartphone: ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Smartphone) নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যেই, অগস্ট মাসে এই ফোন হংকংয়ে লঞ্চ হয়ে গিয়েছে। এবার ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই সিরিজের এই ফোন। শোনা যাচ্ছে, এবার ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই১৬ ফোন (Vivo Y16)। চলতি মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হবে। এই সপ্তাহেই ভিভোর নতুন ফোন ভারতে লঞ্চ হতে পারে। ভিভো ওয়াই১৬ ফোনের দাম মাঝামাঝি রেঞ্জে থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভিভো ওয়াই১৬ ফোনে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে ডিসপ্লের উপর। এছাড়াও এই ফোনে একটি ৬.৫১ ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে। ভিভো ওয়াই১৬ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে।
ভিভো ওয়াই১৬ ফোনের সম্ভাব্য দাম
শোনা যাচ্ছে, ভারতে ভিভো ওয়াই১৬ ফোনের দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। যদিও ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। ভিভো ওয়াই সিরিজের এই ফোন কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে তাও জানা যায়নি। কী কী রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে তাও জানা যায়নি। এর আগে নির্দিষ্ট কিছু দেশে- ফিলিপিন্স এবং হংকংয়ে ভিভো ওয়াই১৬ ফোন লঞ্চ হয়েছে।
ভিভো ওয়াই১৬ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- অ্যান্ড্রয়েড ১২ বেসড Funtouch OS 12 সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই সিরিজের এই ফোনে। এখানে থাকতে পারে একটি IPS LCD ডিসপ্লে যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে।
- ভিভো ওয়াই১৬ ফোনে Extended RAM 2.0 ফিচারের সাপোর্ট থাকতে পারে। এর সাহায্যে ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ১ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করেই এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। ফোনের সাইডে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর থাকতে পারে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট।