Vivo Y35 4G: ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভিভো ওয়াই৩৫ ৪জি দ্রুত লঞ্চের সম্ভাবনা ভারতে
Vivo Smartphone: ভিভোর নতুন ৪জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
Vivo Smartphone: ভারতে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা গিয়েছে, এই ফোন হবে ৪জি মডেল (4G Phone)। ভিভো ওয়াই৩৫ ৪জি (Vivo Y35 4G) ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। খুব তাড়াতাড়িই এই ফোন লঞ্চ হবে ভারতে, এমনটাই শোনা গিয়েছে। তবে কবে লঞ্চ হবে এই ফোন, সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। ভিভো সংস্থাও আনুষ্ঠানিক ভাবে ভারতে তাদের এই ফোন লঞ্চ প্রসঙ্গে কিছু জানায়নি। ভিভো ওয়াই৩৫ ৪জি ফোনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর। এছাড়াও থাকতে পারে ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট।
চলতি মাসের শুরুর দিকে বেশ কিছু দেশে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৩৫ ৪জি ফোন। সেই ফোনে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এছাড়া ছিল ৬.৫৮ ইঞ্চির একটি LCD ডিসপ্লে। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ ছিল। তার সঙ্গে ছিল একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। দুটো রঙে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই৩৫ ৪জি ফোন। ভারতে ভিভো ওয়াই৩৫ ৪জি ফোন কবে লঞ্চ হবে, তার দাম কত হতে পারে এবং এই ফোনে কী কী ফিচার ও স্পেসিফিকেশন থাকতে পারে সেই বিষয়ে ভিভো সংস্থা কিছু জানায়নি।
ভিভোর এই ফোন মালয়েশিয়ায় ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। তার ভিত্তিতেই ভিভো ওয়াই৩৫ ৪জি ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার সম্পর্কে আন্দাজ করা হয়েছে।
ভিভো ওয়াই৩৫ ৪জি ফোনের ভারতে সম্ভাব্য দাম
মালয়েশিয়ায় ভিভো ওয়াই সিরিজের এই ফোন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। তার দাম ছিল MYR 1,099, ভারতীয় মুদ্রায় প্রায় ১৯,৬০০ টাকা। অনুমান করা হচ্ছে ভিভো ওয়াই৩৫ ৪জি ফোন এই একই ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে এবং তার দাম মালয়েশিয়ার ভ্যারিয়েন্টের কাছাকাছিই থাকতে পারে। Agate Black এবং Dawn Gold- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই৩৫ ৪জি ফোন। অন্যান্য র্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্টেও এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
ভিভো ওয়াই৩৫ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে ভিভো ওয়াই৩৫ ৪জি ফোনে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি ৬.৫৮ ইঞ্চির LCD ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। ফুল এইচডি প্লাস রেজোলিউশনের এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এই র্যামের পরিমাণ ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ইনবিল্ড স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি। সেটাও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
আরও পড়ুন- পোকো এম৫ ৪জি ফোন ভারতে লঞ্চ হতে পারে সেপ্টেম্বরের শুরুতে, কী কী ফিচার থাকতে পারে?