Vivo Y72 5G: অত্যাধুনিক ফিচার সহ ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল ভিভো
ভিভোর নতুন এই স্মার্টফোন প্রধানত রিয়েলমি ৮ প্রো-কে ফিচারে টেক্কা দিতে পারবে বলে জানা যাচ্ছে।
নয়াদিল্লি: একদিকে যখন স্মার্টফোনের বাজার দখল করতে ময়দানে নেমে পড়েছে ওপো, রেডমি কিংবা স্যামসংয়ের মতো সংস্থাগুলি। তখন সেখানে মোটেই পিছিয়ে নেই আরেক মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভো। তারাও বাজারে নিয়ে এল উন্নতমানের ফিচার সম্পন্ন নতুন স্মার্টফোন Vivo Y72 5G। ভিভোর নতুন এই স্মার্টফোন প্রধানত রিয়েলমি ৮ প্রো-কে ফিচারে টেক্কা দিতে পারবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে ভিভোর এই স্মার্টফোন লঞ্চ করে থাইল্যান্ডে। কিন্তু জানা যাচ্ছে যে, থাইল্যান্ডে লঞ্চ করা Vivo Y72 5G-র সঙ্গে ভারতে লঞ্চ করা ভার্সনের অনেকটাই তফাৎ রয়েছে।
শুক্রবার ভারতের বাজারে লঞ্চ করে Vivo Y72 5G। সংস্থার টুইটার হ্যান্ডেলের ফোনটি লঞ্চের সম্পর্কে জানানো হয়েছে। বেশ অন্যরকমভাবেই সংস্থার টুইটার হ্যান্ডেলে ঘোষণা করা হয় স্মার্টফোনটির। নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় যে, Vivo Y72 5G ব্যবহার করলে আপনি হ্যাং হয়ে যাওয়া, ফ্রিজ হয়ে যাওয়া, ইন্টেরনেট সংযোগ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলেব। ৫জি স্পীডে স্টাইলের সঙ্গে ব্যবহার করা যাবে Vivo Y72 5G।
এবার দেখে নেওয়া যাক, কী কী ফিচার রয়েছে Vivo Y72 5G স্মার্টফোনটিতে-
১. রয়েছে ৮ জিবি RAM।
২. রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।
৩. ৬.৫৮ ইঞ্চি HD ডিসপ্লে।
৪. ১ টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।
৫. রিয়ার ক্যামেরা রয়েছে ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল।
৬. ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
৭. 5000mAh ব্যাটারি।
৮. অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
৯. কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর।
জানা যাচ্ছে, অ্য়ামাজন, ফ্লিপকার্ট, পেটিএম, ক্রোমা, টাটা ক্লিক এবং বাজাজের স্টোরে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই কিনতে পারবেন Vivo Y72 5G। এছাড়া, ভিভো ইন্ডিয়ার ই-স্টোরেও পাওয়া যাচ্ছে। Vivo Y72 5G স্মার্টফোনটির দাম ২০ হাজার ৯৯০ টাকা। এছাড়া, দুধরনের রঙে পাওয়া যাবে এই ফোন। এই ফোনটি আপনি পেতে পারেন প্রিজম ম্যাজিক এবং স্লেট গ্রে এই দুটি রঙে।