WhatsApp for iPad: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে আইপ্যাডেও এল হোয়াটসঅ্যাপ
WhatsApp: একটি প্রেস বিবৃতিতে মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজারদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ তারা এটারই পেয়েছিল যে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করা হোক। এবার সেটাই করা হয়েছে।

WhatsApp for iPad: হোয়াটসঅ্যাপ অ্যাপের সুবিধা এবার পাওয়া যাবে আইপ্যাডেও। বহুদিনের অপেক্ষার অবশেষে অবসান হল। দীর্ঘদিন ধরেই মেটা কর্তৃপক্ষের কাছে ইউজারদের তরফে এই অনুরোধ ছিল। অবশেষে অ্যাপেলের আইপ্যাড ডিভাইসের জন্যও হোয়াটসঅ্যাপ অ্যাপের পরিষেবার সাপোর্ট চালু হল। তবে আপাতত নির্দিষ্ট সংখ্যক বিটা টেস্টারদের জন্যই উপলব্ধ হয়েছে এই ফিচার। দ্রুত সব ইউজারদের জন্য এই ফিচার চালু হবে বলে অনুমান করছে প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। হোয়াটসঅ্যাপ ফর আইপ্যাড পরিষেবার মাধ্যমে ইউজাররা পাবেন আইপ্যাডের অন্যান্য সাধারণ ফিচারগুলির সাপোর্টও। সেই তালিকায় রয়েছে স্টেজ ম্যানেজার, স্প্লিট ভিউ ফিচার। অ্যাপেলের ট্যাবে হোয়াটসঅ্যাপ চলাকালীন অন্যান্য কাজও করা যাবে। অর্থাৎ রয়েছে মাল্টিটাস্কিং কেপেবিলিটি।
হোয়াটসঅ্যাপ ফর আইপ্যাড অ্যাপের বিভিন্ন ফিচার
একটি প্রেস বিবৃতিতে মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজারদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ তারা এটারই পেয়েছিল যে আইপ্যাডে হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করা হোক। এবার সেটাই করা হয়েছে। এখন আইপ্যাডের হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে একসঙ্গে ৩২ জন পর্যন্ত ভয়েস এবং ভিডিও কলে সংযুক্ত হতে পারবেন। স্ক্রিন শেয়ার করতে পারবেন। এর পাশাপাশি ট্যাবের রেয়ার এবং ফ্রন্ট, দুটো ক্যামেরাই ব্যবহার করতে পারবেন।
অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে হোয়াটসঅ্যাপ অ্যাপে যেসব সুবিধা পাওয়া যায়, তা পাওয়া যাবে আইপ্যাডেও। একটা বড় পরিবর্তন রয়েছে। আর তা হল ফুল স্ক্রিন ভিউ। এটা আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় ইউজাররা পাবেন। এখানে একদিকে ডিসপ্লে করা থাকবে চ্যাটগুলি। অন্যদিকে বাঁ-পাশ বরাবর থাকবে চ্যাটলিস্ট। মেটা জানিয়েছে, এখানে থাকবে মাল্টিটাস্কিং ফিচারের সুবিধাও। হোয়াটসঅ্যাপ ফর আইপ্যাডে রয়েছে স্টেজ ম্যানেজার সাপোর্ট। এটি একটি অ্যাপ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি যে অ্যাপে কাজ করছেন বর্তমানে তা সামনেই খুলে রাখবে এই ফিচার। এর পাশাপাশি সদ্য সদ্য যেসব অ্যাপে কাজ করেছেন তা খোলা থাকবে স্ক্রিনের বাঁদিকে, যাতে সহজে খুঁজে পান আপনি।
ম্যাজিক কিবোর্ড, অ্যাপেল পেন্সিল- এইসবের সাপোর্ট পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ ফর আইপ্যাড ফিচারে। হোয়াটসঅ্যাপ সংস্থা সব সময়েই ইউজারদের সুবিধায় অনেক নতুন ফিচার লঞ্চ করে। তবে এতদিন তা ছিল আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য। ফোন, ল্যাপটপের পর এবার হোয়াটসঅ্যাপ হাজির আইপ্যাডেও। দ্রুতই সব ইউজাররা মেটা- র এই দুর্দান্ত হোয়াটসঅ্যাপ ফিচারের পরিষেবা বলে অনুমান। তবে কবে সকলের জন্য এই ফিচার চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।





















