(Source: ECI/ABP News/ABP Majha)
WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপে নতুন বৈশিষ্ট্য, 'কল লিঙ্ক'-এ ভিডিও কল আরও সহজ করে দেবে
WhatsApp launched Call Links Feature: ব্যাবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই iOS ব্যবহারকারী পেয়ে গেছেন।
WhatsApp launched Call Links Feature: ব্যাবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার চালু করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই iOS ব্যবহারকারী পেয়ে গেছেন। সম্প্রতি যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য শুরু করেছে কোম্পানি। এই ফিচারটির বিশেষত্ব হল, এর সাহায্যে গুগল মিটের মতো একটি গ্রুপ চ্যাট লিঙ্ক বা ভিডিও চ্যাট লিঙ্ক তৈরি করা যায়। এই বৈশিষ্ট্যটি iOS-এ "কল লিঙ্কস" বৈশিষ্ট্যের নামে পরিচিত। এর সাহায্যে ব্যবহারকারীদের কলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে।
WABetaInfoa-এর একটি প্রতিবেদন অনুসারে, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি iOS-এর পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কলে যোগ দেওয়ার জন্য লিঙ্ক তৈরির বৈশিষ্ট্য চালু করেছে। এর আগে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ কিছু অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীদের জন্য এই আপডেট এনেছিল। এখন এই বৈশিষ্ট্যটি সবার জন্য লঞ্চ করা হয়েছে। বর্তমানে এই 'কল লিঙ্ক' বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। এর আগে কোম্পানির সিইও মার্ক জাকারবার্গ ফেসবুকের জন্য একই ধরনের আপডেট ঘোষণা করেছিলেন।
WhatsApp Update: ভিডিও কলিং সম্পূর্ণ নিরাপদ
এই খবর প্রকাশকারী ওয়েবসাইটটি হোয়াটসঅ্যাপের নতুন বৈশিষ্ট্যের একটি স্ক্রিনশটও শেয়ার করেছে। আপনি যখন একটি কলের জন্য একটি লিঙ্ক তৈরি করেন, তখন আপনি কলের ধরনও বেছে নিতে পারেন (ভয়েস বা ভিডিও)। যখন দুই জনের বেশি ব্যক্তি এই কলে যোগ দেয়, তখন কলটি স্বয়ংক্রিয়ভাবে একটি গ্রুপ কলে বদলে যায়। এছাড়াও কল ব্যবহার করে তৈরি করা কল লিঙ্কগুলি এখনও 'এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকে' তাই যারা কলে যোগদান করেননি তারা এর শব্দ শুনতে পান না।
WhatsApp New Feature: কীভাবে কাজ করবে এই বৈশিষ্ট্য
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি কল ট্যাবের উপরে দেখা যাবে। ব্যবহারকারীরা যদি "Create Call Link" নামে একটি নতুন বিকল্প দেখতে পান, তাহলে এর অর্থ হল এই বৈশিষ্ট্যটি তাদের WhatsApp অ্যাকাউন্টে রয়েছে। বিশেষত, যখন ইউজাররা অন্যদের কলে যোগদানের জন্য আমন্ত্রণ জানাবেন, তখন ব্যবহারকারীদের ফোন নম্বরগুলি লিঙ্কে দেখা যাবে ।
Whatsapp Features: ইউজারদের সুবিধার্থে মাঝে মাঝেই নতুন ফিচার লঞ্চ করে জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জানা গিয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে ৫টি নতুন ফিচার (Whatsapp Features) যুক্ত হতে চলেছে। মূলত ইউজারদের অভিজ্ঞতা ভাল করার জন্যই মেটা (Meta) অধিকৃত এই সংস্থা বিভিন্ন ফিচার চালু করে। এবার দেখে নেওয়া যাক আগামী দিনে হোয়াটসঅ্যাপে কোন কোন ফিচার চালু হওয়ার কথা বলা হচ্ছে।