Whatsapp Policy: হোয়াটসঅ্যাপে এই ছবি-ভিডিও পাঠালে ব্লক হবে অ্যাকাউন্ট, হতে পারে জেল
Whatsapp Legal Policy Update: বদলে গেছে বহু নিয়ম। এখন হোয়াটসঅ্যাপে (Whatsapp) এই ধরনের ছবি ও ভিডিয়ো পাঠালে ব্লক হয়ে যাবে অ্যাকাউন্ট।
Whatsapp Legal Policy Update: বদলে গেছে বহু নিয়ম। এখন হোয়াটসঅ্যাপে (Whatsapp) এই ধরনের ছবি ও ভিডিয়ো পাঠালে ব্লক হয়ে যাবে অ্যাকাউন্ট। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের নিয়ম ভাঙার জন্য হতে পারে জেল। সেই ক্ষেত্রে কেবল বন্ধুকে ছবি শেয়ার করে শ্রীঘরে যেতে পারেন ব্যবহারকারী।
Whatsapp Policy: কেন এই নিয়ম অ্যাপে ?
বর্তমানে চ্যাটিংয়ের সঙ্গে ফটো ও ভিডিও শেয়ার করার সেরা প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। সহজ-সরল ইউজার ইন্টারফেস হওয়ায় হোয়াটসঅ্যাপ আজ সকলের প্রয়োজনে পরিণত হয়েছে। এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি কেবল চ্যাট করার জন্যই ব্যবহার করা হয় না। কলিং, ফটো, ভিডিও শেয়ার করার জন্যও ব্যবহার করা হয় এই জনপ্রিয় প্লাটফর্ম। অনেকে অ্যাপটির নীতিমালা না পড়েই এটি ব্যবহার করেন। যার ফলে ব্যবহারকারী অনেক গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উপেক্ষা করে যান। এরফলে আপনাকে কেবল আদালতে যেতে হবে না, জেলও যেতে পারে। হোয়াটসঅ্যাপের নীতি ভঙ্গকারী প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে কোম্পানি। এখানে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের এই নীতি সম্পর্কে বিস্তারিত জানাব।
Whatsapp Legal Policy Update: হোয়াটসঅ্যাপের নীতির সম্পর্কে কেন জানা প্রয়োজন ?
হোয়াটসঅ্যাপ নীতি অনুসারে, আপনি এমন কোনও ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন না যা সমাজে অশুভ চিন্তা বা কারও অনুভূতিতে আঘাত করে। আপনি যদি কাউকে আপত্তিকর ছবি ও ভিডিও শেয়ার করেন তবে তা হোয়াটসঅ্যাপের নীতি বিরুদ্ধ হবে। আপনি যদি এটি লঙ্ঘন করেন তবে হোয়াটসঅ্যাপ নিজেই বিষয়টি বিবেচনা করে অ্যাকাউন্ট ব্লক করতে পারে। হোয়াটসঅ্যাপ ক্রমাগত এই ধরনের অ্যাকাউন্ট চিহ্নিত করে ও নিষিদ্ধ করে। কোম্পানি দাবি করেছে, গত মে মাসে প্রায় ১৬ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করেছে।
Whatsapp Policy: হোয়াটসঅ্যাপে শেয়ার করলে জেল হবে?
যারা ধর্মীয় বিশ্বাসে আঘাত করে বা হিংসায় উসকানি দেয় তাদের গ্রেফতার করার অধিকার রয়েছে পুলিশের। হোয়াটসঅ্যাপ নীতি অনুসারে, আপনি যদি এই ধরনের কিছু শেয়ার করেন তবে আপনাকে জেলে যেতে হতে পারে।
Whatsapp Legal Policy Update: এই ধরনের ছবি ও ভিডিও একেবারেই পাঠাবেন না
আপনি যদি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মীয় অনুভূতি বা অন্য কোনও আপত্তিকর বিষয়বস্তু শেয়ার করেন, তবে অ্যাডমিনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। শিশু পর্ন, দাঙ্গামূলক ছবি ও অসামাজিক বিষয়বস্তু এর আওতায় পড়ে। গুজব ছড়ানো হোয়াটসঅ্যাপের নীতি বিরুদ্ধ। তাই হোয়াটসঅ্যাপের টিম ক্রমাগত অ্যাপে শেয়ার করা বিষয়বস্তুর সত্যতা যাচাই করে।
আরও পড়ুন : Whatsapp Tricks and Tips: টাইপ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন কীভাবে? জেনে নিন ট্রিকস