WhatsApp: হোয়াটসঅ্যাপে আপনাআপনি পাঠানো যাবে এইচডি ছবি-ভিডিও, নতুন সুবিধা আসছে ইউজারদের জন্য
WhatsApp HD Quality Image: আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড লেটেস্ট বিটা আপডেট ভার্সান ২.২৩.৭.১৭- এত এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখন বিটা টেস্টারদের ক্ষেত্রে এই পরিষেবা উপলব্ধ হয়েছে।
WhatsApp: হোয়াটসঅ্যাপে (WhatsApp) এইচডি কোয়ালিটির ছবি (HD Quality Image) পাঠানোর ফিচার অনেকদিন আগেই চালু হয়েছে। স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবির তুলনায় এইচডি ছবি (HD Image) সাইজ প্রায় ৬ গুণ বেশি। তাই এইচডি কোয়ালিটির ছবি পাঠাতে গেলে সবসময়েই বেশি পরিমাণ ডেটা খরচ হয়। হোয়াটসঅ্যাপে একটি ছবিকে এইচডি কোয়ালিটির করে পাঠাতে চাইলে প্রথমে ফোনের গ্যালারিতে গিয়ে ছবি বেছে নিতে বা সিলেক্ট করতে হবে। এরপর সেই ছবি হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠানোর সময় আপনি দেখতে পাবেন এইচডি সেটিংস, একটা এইচডি আইকন। সেখানে ট্যাপ করলে আপনি ছবির ক্ষেত্রে এইচডি রেজোলিউশন সেট করার সুযোগ পাবেন। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এখন এসেছে এক নতুন ফিচার। ডিফল্ট হিসেবে এইচডি ছবি (মিডিয়া ফাইল) পাঠানো সুযোগ পাচ্ছেন হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ইউজাররা।
আপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড লেটেস্ট বিটা আপডেট ভার্সান ২.২৩.৭.১৭- এত এই পরিবর্তন লক্ষ্য করা যাবে। এখন বিটা টেস্টারদের ক্ষেত্রে এই পরিষেবা উপলব্ধ হয়েছে। আগামী দিনে সব ইউজাররা সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা অ্যান্ড্রয়েড টেস্টাররা আপনাআপনিই এইচডি মিডিয়া অন্য ইউজারদের পাঠাতে পারবেন। আলাদা করে ছবি বেছে নিয়ে তার এইচডি ভার্সান তৈরি করে পাঠাতে হবে না।
হোয়াটসঅ্যাপের ছবির গুণমান বাড়িয়ে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
বর্তমানে আর্টিফিশিয়াল ইটেলিজেন্সের প্রতি আগ্রহ দেখিয়েছে বিভিন্ন অ্যাপ। সেই তালিকায় রয়েছে হোয়াটসঅ্যাপও (WhatsApp)। এক্ষেত্রে উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, এই অ্যাপেই এবার আসতে চলেছে এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল। অর্থাৎ হোয়াটসঅ্যাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি এডিট করার সুযোগ পাবেন ইউজাররা। এমনই একটি ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ সংস্থা নাকি কাজও শুরু করেছে। এআই প্রযুক্তির সাহায্যে ছবি এডিটের এই ফিচার কবে হোয়াটসঅ্যাপে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হলে ইউজাররা তাদের ছবির গুণমান বিভিন্ন নিরিখে এআই প্রযুক্তির সাহায্যে বাড়াতে পারবেন।
হোয়াটসঅ্যাপে আসছে এআই সার্চ
হোয়াটসঅ্যাপে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার নাম মেটা এআই। মেটা- র সিইও মার্ক জুকেরবার্গ অবশ্য এই নতুন পরিষেবা লঞ্চের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। তবে গতবছর অর্থাৎ ২০২৩ সালে মেটা তাদের কানেক্ট কনফারেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের কথা ঘোষণা করেছি। তার মধ্যেই একটি ছিল মেটা- র জেনারেটিভ এআই, যার নাম মেটা এআই। সম্প্রতি একটি রিপোর্টে আভাস পাওয়া গিয়েছে হয়তো মেটা এআই হোয়াটসঅ্যাপে চালু হতে আর বেশি দেরি নেই। কারণ বর্তমানে বিটা টেস্টাররা এই পরিষেবা ব্যবহারের সুযোগ পেয়েছেন। সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হয়ে গেলে হোয়াটসঅ্যাপের মেটা এআই- তে ইউজাররা বিভিন্ন প্রশ্ন করতে পারবেন।
আরও পড়ুন- ভারতে রিয়েলমি ১২এক্স ৫জি ফোনের দাম কত হতে পারে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?