WhatsApp Update: হোয়াটসঅ্যাপে হারানো ডেটা ফিরে পেতে চান ? এই সহজ ধাপে রইল সমাধান
WhatsApp Data Recover: পুরোনো থেকে নতুন ফোনে গেলেই হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ, নথি। সেই ক্ষেত্রে বার বার চেষ্টা করেও আনা যায় না পুরোনো ফাইল। এবার সেই সমস্যার সমাধান চলে এসেছে আপনার হাতে।
WhatsApp Data Recover: হোয়াটসঅ্যাপে অনেক ক্ষেত্রেই এই সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারী। পুরোনো থেকে নতুন ফোনে গেলেই হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ মেসেজ, নথি। সেই ক্ষেত্রে বার বার চেষ্টা করেও আনা যায় না পুরোনো ফাইল। এবার সেই সমস্যার সমাধান চলে এসেছে আপনার হাতে। মাত্র কয়েক ধাপেই হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার করতে পারবেন ব্যবহারকারী।
WhatsApp News: গুগল ড্রাইভেই সব সমস্যার সমাধান
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল ড্রাইভে তার চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করে হোয়টসঅ্যাপ। সুতরাং, অ্যাপ থেকে সবকিছু মুছে ফেলা হলেও বা কোনও কারণে ফাইল পেতে সমস্যা হলে, আপনি গুগল ড্রাইভ (Google Drive) থেকে আপনার শেষ চ্যাট ছাড়াও সব মেসেজ পুনরুদ্ধার করতে পারবেন। তবে চ্যাট পুনরুদ্ধার করার আগে আপনার চ্যাট ব্যাকআপগুলি সংরক্ষণ করা প্রয়োজন, তবেই এই সুযোগ পাবেন আপনি।
WhatsApp Data Recover: হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ কীভাবে সংরক্ষণ করবেন
১ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২ এরপরে অ্যাপের উপরের ডানদিকে কোণায় তিনটি বিন্দুতে ক্লিক করুন।
৩ তারপর সেটিংসে গিয়ে চ্যাটে ক্লিক করে চ্যাট ব্যাকআপে যান
৪ এবার আপনি যে গুগল অ্যাকাউন্টে আপনার চ্যাট ব্যাকআপ সংরক্ষণ করতে চান, সেটি নির্বাচন করুন।
৫ এখন ব্যাক আপে প্রেস করুন।
৬ এছাড়াও আপনি আপনার চ্যাটের জন্য স্বয়ংক্রিয় ব্যাকআপ বৈশিষ্ট্যটিও চালু করতে পারেন।
৭ এর জন্য আপনি দৈনিক, সাপ্তাহিক বা মাসিক অপশন বেছে নিতে পারেন।
WhatsApp Update: কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফাইল ফিরে পাবেন ?
১ প্রথমে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে অ্যাপটি খুলুন। এবার OTP দিয়ে নম্বর যাচাই করুন।
২ যাচাইকরণের পরে, রিস্টোরে ক্লিক করুন।
৩ একবার রিস্টোর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে নেক্সট-এ ক্লিক করুন।
৪ সেই ক্ষেত্রে ব্যাকআপ সম্পূর্ণ হওয়ার পরে আপনি আপনার চ্যাটগুলি ফিরে পাবেন।
৫ আপনার চ্যাট পুনরুদ্ধার করার পরে হোয়াটসঅ্যাপ আপনার মিডিয়া ফাইলগুলিও পুনরুদ্ধার করবে।
আরও পড়ুন : Joker Malware Attack: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! এই ৪ অ্যাপ ফোনে নেই তো ?