Whatsapp Features: আপনার অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
Login Approval: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আরও সুরক্ষিত করতে আসছে নতুন ফিচার login approval, জেনে নিন বিস্তারিত।
Whatsapp New Features: ইউজারদের জন্য নতুন সুবিধা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ (whatsapp) কর্তৃপক্ষ। এই নতুন ফিচারের (Whatsapp Features) সাহায্যে হ্যাকারদের সঙ্গে লড়তে পারবেন ইউজাররা। সহজ ভাষায় বললে, হ্যাকাররা যে অনায়াসেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের (Whatsapp Account) নাগাল পেয়ে যায়, সেটা প্রতিহত করা যাবে বা রুখে দেওয়া সম্ভব হবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বর্তমানে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে যার নাম ‘login approval’। যদি অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করে, তাহলে এই ফিচারের সাহায্যে ইউজারদের কাছে অ্যালার্ট পৌঁছে যাবে।
ইতিমধ্যেই গুগল, অ্যামাজন, ফেসবুক এইসব প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই অ্যালার্ট সিস্টেম চালু রয়েছে। যদি অ্যাকাউন্টের আসল মালিক ছাড়া অন্য কেউ অ্যাকাউন্টে ঢুকতে চান, তাহলে ইউজারকে ওই ব্যক্তিকে অ্যাপ্রুভ করতে হয় বা অনুমতি দিতে হয়। তারপরই তিনি অ্যাকাউন্টে ঢুকতে পারেন। যে ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে, সেটা ছাড়া অন্য ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহার করতে হলেও প্রয়োজন এই অ্যাপ্রুভাল। এই নিয়মই এবার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetainfo জানিয়েছে, এই login approval করা হচ্ছে নির্দিষ্ট ৬ ডিজিটের কোডের সাহায্যে। যদি অন্য কেউ অন্যায্য ভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চায় তাহলে সে ভুল কোডই দেবে। ফলে অনায়াসে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপত্তিকর লগ-ইন রুখে দিতে পারবেন ইউজার। হোয়াটসঅ্যাপের নতুন login approval ফিচারের সাহায্যে আরও অনেক সুবিধাই পাবেন ইউজাররা। যেমন- যে ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে চাইছে তার সম্পর্কেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। কোন ডিভাইস থেকে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে, কোন সময়ে সেই কাজ করা হয়েছে- এইসব তথ্যও জানা যাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের সাহায্যে।
আপাতত নির্দিষ্ট ইউজারদের জন্য নতুন এই login approval ফিচারের টেস্টিং চালু করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। টেস্টিং ফেজ বা পরীক্ষামূলক পর্যায়ে ভাল সাড়া পাওয়া গেলে আগামী সপ্তাহ থেকে বিটা ভার্সানে রোলআউট শুরু হবে হোয়াটসঅ্যাপের এই ফিচার।
আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমির নতুন ৫জি ফোন, থাকবে শক্তিশালী ব্যাটারি, ট্রিপল রেয়ার ক্যামেরা