WhatsApp Group Feature: গ্রুপ ছেড়ে গেলেও জানতে পারবে না অন্যরা, হোয়াটসঅ্যাপে নয়া ফিচার
WhatsApp Update: ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেও জানতে পারবে না অন্যরা।
WhatsApp Update: ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেও জানতে পারবে না অন্যরা। বর্তমানে এই ফিচার নিয়ে কাজ করছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। শীঘ্রই এই ফিচার পাওয়া যাবে অ্যাপে।
WhatsApp New Feature: কী সুবিধা দেবে নতুন ফিচার ?
বরাবরই ব্যবহারকারীদের সুবিধাদিতে নিত্য নতুন বৈশিষ্ট্যের উদ্ধাবন করে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার্থে অ্যাপটিতে ক্রমাগত পরিবর্তন করা হয়। অনেক সময় না জানিয়েই গ্রুপ ছেড়ে যেতে চান ব্যবহারকারীরা। আত্মীয়-স্বজন বা বন্ধুদের গ্রুপ হলেও সেখানে থাকতে চান না তাঁরা। যদিও বাকিরা কী মনে করবে এই কারণে গ্রুপ ছাড়েন না অনকেই। তবে নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফিচারে সহজেই গ্রুপ ছাড়তে পারবেন আপনি। সেই ক্ষেত্রে জানতে পারবেন গ্রুপের অন্য কেউ।
WhatsApp Update: নতুন কী বৈশিষ্ট্য দিচ্ছে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি বর্তমানে বিটা মোডে রয়েছে। সেখানেই এর পরীক্ষা চলছে। এই বৈশিষ্ট্যটি WABetaInfo-তে দেখা গেছে, এই ওয়েবসাইটের মাধ্যমে নতুন বৈশিষ্ট্যগুলির আপডেট প্রকাশ করে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচার এলে সহজেই আপনি গ্রুপ ছাড়তে পারবেন। সেক্ষেত্রে কেবল জানতে পারবে অ্যাডমিন। এটি প্রথমে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে পরীক্ষার জন্য চালু করা হয়েছে। আশা করা হচ্ছে, শীঘ্রই এটি অ্যান্ড্রয়েড ও আইওএসে বিটা পরীক্ষার জন্য পাওয়া যাবে।বিটা পরীক্ষার পরে এই বৈশিষ্ট্যটি সাধারণ ব্যবহারকারীদেরও দেওয়া হবে।
WhatsApp Group Feature: এখনও রয়েছে আগের অবস্থা
এখনও ব্যবহারকারীদের নতুন ফিচারের জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে আপনি যদি কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে যান, তবে গ্রুপের সব ব্যবহারকারীরা তা জানতে পারেন। আপনি যদি কোনও গ্রুপে যোগও দেন তাহলেও জানতে পারবে সকলে।
WhatsApp New Feature: এই নতুন আপডেটগুলি পাবেন শীঘ্রই
WhatsApp ব্যবহারকারীদের মাল্টি ডিভাইস কানেক্ট ফিচার আপডেট দেওয়া হবে। যেখানে সম্প্রতি ইমোজি রিঅ্যাকশন ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও শীঘ্রই গ্রুপে 512 জনকে যুক্ত করার সুবিধা দেওয়া হবে। বর্তমানে এই সংখ্যাটা 256 জন। এছাড়াও ব্যবহারকারীরা শীঘ্রই হোয়াটসঅ্যাপের সাহায্যে 2GB ফাইল পাঠাতে সক্ষম হবেন।
আরও পড়ুন : WhatsApp Update: আপনার 'আইনি নাম' ব্যবহার করবে হোয়াটসঅ্যাপ, মানে বুঝলেন কিছু ?