Whatsapp New Upcoming Feature: হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করার সময়েই তৈরি করা যাবে গ্রুপ! আসছে নতুন ফিচার
Whatsapp: কবে এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে তা অবশ্য জানা যায়নি। তবে নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যখন কাজকর্ম শুরু করে দিয়েছে তখন খুব বেশি দেরি নেই বলে অনুমান ।

Whatsapp New Upcoming Feature: হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড (Whatsapp Message Forward) করার সময় এক এক করে ইউজার সিলেক্ট করতে বেশ বিরক্তি লাগে অনেকসময়। সময়ও লাগে কিছুটা বেশি। কারণ ইউজারদের খুঁজে খুঁজে বের করতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ এবার ইউজারদের সুবিধার জন্য এমন একটি ফিচার চালু করতে চলেছে যার ফলে এইসব সমস্যায় আর পড়তে হবে না। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ সংস্থা সম্প্রতি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে যার মধ্যমে ইউজাররা মেসেজ পাঠানো অর্থাৎ ফরওয়ার্ড করার সময়েই গ্রুপ (Whatsapp Group) তৈরি করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই নতুন ফিচারের কথা প্রকাশ্যে এনেছে। কবে এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে তা অবশ্য জানা যায়নি। তবে নতুন ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যখন কাজকর্ম শুরু করে দিয়েছে তখন খুব বেশি দেরি নেই বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ইউজাররা আগে থেকে তৈরি করা কোনও গ্রুপে মেসেজ ফরওয়ার্ড করতে পারেন। তবে নতুন ফিচার চালু হলে একটি মেসেজ ফরওয়ার্ড করার সময়েই হোয়াটসঅ্যাপের কনট্যাক্টে লিস্টে থাকা অন্যান্য ইউজারদের নিয়ে গ্রুপ তৈরি করে নেওয়া যাবে এবং সেই সময়েই মেসেজও পাথিয়ে দেওয়া যাবে। নতুন এই ফিচার চালু হলে ইউজারদের অনেক সুবিধা হবে। আলাদা আলাদা করে ইউজার বেছে নিয়ে মেসেজ ফরওয়ার্ড করতে হবে না। বর্তমানেও অবশ্য হোয়াটসঅ্যাপে একসঙ্গে একাধিক ইউজারকে আপনি একটি মেসেজ ফরওয়ার্ড করার পরিষেবা পান।
ইউজারদের সুরক্ষায় নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ
ইউজারদের সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে হোয়াটসঅ্যাপ সংস্থা বরাবরই সচেতন। প্রতিমাসেই রিপোর্ট পেশ করে একাধিক অ্যাকাউন্টের বিরুদ্ধে আসা রিপোর্টের ভিত্তিতে সেগুলিকে বাতিল করে কর্তৃপক্ষ। এবার শোনা যাচ্চে,নতুন সিকিউরিটি ফিচার ইতিমধ্যেই নাকি অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ক্ষেত্রেই বিটা টেস্টারদের জন্য রোলআউট শুরু হয়েছে। নতুন এই হোয়াটসঅ্যাপ প্রাইভেসি ফিচারের নাম 'ফোন নম্বর প্রাইভেসি'। আগে এই ফিচার সম্পর্কে বলা হয়েছিল যে ইউজাররা কোনও কমিউনিটিতে যুক্ত হলে তাদের ফোন নম্বর গোপন রাখতে পারবেন। নতুন করে শোনা গিয়েছে আসন্ন প্রাইভেসি ফিচারের সাহায্যে ইউজাররা হোয়াটসঅ্যাপে কোনও কমিউনিটিতে কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন, মেসেজে নিজেদের রিঅ্যাকশন দিতে পারবেন, কিন্তু তাদের নাম দেখা যাবে না। এমনকি গোপন থাকবে ফোন নম্বরও। হোয়াটসঅ্যাপ কমিউনিটির অন্যান্য সদস্যতা আপনার নাম বা ফোন নম্বর দেখতে পাবেন না। তবে মেটা অধিকৃত জনপ্রিয় ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে অবশ্য জানানো হয়নি যে কবে এই প্রাইভেসি ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে।
আরও পড়ুন- ভারতে উপলব্ধ ChatGPT- র অ্যান্ড্রয়েড অ্যাপ, কীভাবে ডাউনলোড করবেন?























