Whatsapp: দীপাবলির পরেই পুরনো আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ, কোন কোন ফোনে পড়বে প্রভাব
Whatsapp Update: ইউজারদের নিরাপত্তার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের প্রাইভেসি ফিচার এবং ইউজার ইন্টারফেস আপডেট করে।
Whatsapp: আপনি কি পুরনো আইফোন (iPhone) ব্যবহার করেন? বা পুরনো আইওএস ভার্সান (iOS) যুক্ত আইফোন রয়েছে আপনার? তাহলে আপনার জন্য রয়েছে দুঃখের খবর। কারণ দীপাবলির পরেই পুরনো আইফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ (Whatsapp)। জানা গিয়েছে, ২৪ অক্টোবর থেকে আইওএস ১০ এবং আইওএস ১১ পরিচালিত আইফোনে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। অ্যাপেলের সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের তরফেও এই খবর ঘোষণা করা হয়েছে। হোয়াটসঅ্যাপের হেল্প সেন্টার পেজ অনুসারে আইফোনে হোয়াটসঅ্যাপ চালু রাখতে হলে আইওএস ১২ বা নতুন ভার্সানের আইওএস প্রয়োজন। তাই যাদের ফোনে এখনও আইওএস ১০ বা আইওস ১১ রয়েছে তারা সফটওয়্যার আপডেট করে নিন। তাহলেই সাবলীল ভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
খুব বেশি আইফোনে এখন আর আইওএস ১০ এবং আইওএস ১১ ভার্সান নেই। যাঁদের আইফোন ৫ বা আইফোন ৫সি রয়েছে তাঁরা সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনেই আগের মতো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে যাঁরা এখনও আইফোন ৪ বা আইফোন ৪এস ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে এবার নতুন ফোন কেনার সময় এসে গিয়েছে। কারণ এই দুই ডিভাইসে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে।
ইউজারদের নিরাপত্তার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের প্রাইভেসি ফিচার এবং ইউজার ইন্টারফেস আপডেট করে। আর তাই লেটেস্ট অপারেটিং সিস্টেম থাকা ডিভাইসেই কাজ করে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও পুরনো অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.১ এবং তার চেয়ে বেশি ভার্সানের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করে হোয়াটসঅ্যাপ।
ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে নতুন কয়েকটি ফিচার
১। হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠানোর পর তা এডিটের অপশন আসতে চলেছে। ট্যুইটারে ইতিমধ্যেই এই এডিট ফিচার চালু হয়েছে।
২। হোয়াটসঅ্যাপের গ্রুপে কতজন সদস্য থাকতে পারবেন সেই সংখ্যা বর্তমানের তুলনায় বাড়ানোর পরিকল্পনায় রয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে একটি হোয়াটসঅ্যাপ গ্রপে ৫১২ জন সদস্য থাকতে পারেন। তবে মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের গ্রুপে ১০২৪ জন সদস্য আগামী দিনে যুক্ত হতে পারবেন বলে শোনা গিয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই ফিচার চালু হবে।
৩। আগামীদিনে হোয়াটসঅ্যাপে এমন ফিচার চালু হতে চলেছে যেখানে ডকুমেন্ট পাঠানো যাবে ক্যাপশন সমেত।
আরও পড়ুন- ভারতে এখন 5G যুগ, এয়ারটেল 5G Plus আপনার জন্য কতটা জরুরি?