Xiaomi Upcoming Laptop: শীঘ্রই চমক, এবার দেশে রেডমি ব্র্যান্ডের ল্যাপটপ আনছে শাওমি
২০ জুলাই ভারতের বুকে আত্মপ্রকাশ করেছে Redmi Note 10T 5G। সেখানেই আগামী প্রোজেক্টের বিষয়ে ইঙ্গিত দেয় শাওমি। অনুষ্ঠানের শেষের দিকে টিজ করা হয় ' RedmiBoo' ।
নয়া দিল্লি: টেক ব্লগারদের মধ্যে আগেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবার রেডমি ব্র্যান্ডের ল্যাপটপ আনতে চলেছে শাওমি। সম্প্রতি Redmi Note 10T 5G লঞ্চ অনুষ্ঠানেই ল্যাপটপের বিষয়ে ইঙ্গিত দিয়েছে কোম্পানি।
২০ জুলাই ভারতের বুকে আত্মপ্রকাশ করেছে Redmi Note 10T 5G। আগামী ২৬ জুলাই থেকে অনলাইনে পাওয়া যাবে এই ফোন। রেডমির অনুষ্ঠানের শেষেই কোম্পানির আগামী প্রোজেক্টের বিষয়ে ইঙ্গিত দেয় শাওমি। যেখানে কোম্পানি জানিয়েছে, স্মার্টফোন ,পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে টিভিও লঞ্চ করবে তারা। পাশাপাশি নতুন একটা পরিকল্পনা রয়েছে শাওমির। এরপরই 'RedmiBoo' টিজ করে কোম্পানি। মনে করা হচ্ছে, আগামী দিনে রেডমিবুক নামে ল্যাপটপ দেশের বাজারে লঞ্চ করতে চলেছে চিনা টেক জায়ান্ট।
ল্যাপবুকের বিষয়ে টিজ করলেও এখনও এই বিষয়ে কোনও তথ্য শেয়ার করেনি শাওমি। তবে টেক সাইটগুলির দাবি, কম দামে ভারতের মার্কেট ধরতে রেডমি ল্যাপটপ আনবে কোম্পানি। কিছুদিন আগেই রেডমি ল্যাপটপের বিষয়ে একটি খবর রটে। যেখানে টিপস্টার ইশান অগ্রবাল দাবি করেন, চলতি মাসেই ভারতে রেডমি ল্যাপটপ আনবে শাওমি। এবার দেখা যাচ্ছে, সেই পথেই হাঁটছে চিনা কোম্পানি।
বিশ্বের ল্যাপটপ বাজারের চিত্র বলছে, ফেব্রুয়ারিতেই চিনের বাজারে রেডমি ল্যাপবুক লঞ্চ করে শাওমি। সেখানে RedmiBook Pro 14 ছাড়াও RedmiBook Pro 15 বাজারে আনে তারা। 11th জেনারেশন ইন্টেল প্রসেসর দেওয়া হয়েছে এই ল্যাপটপগুলোতে। যদিও মে মাসে এই ল্যাপটপগুলোতেই রাইজেন ৫০০০ সিরিজের প্রসেসর দেওয়া হয়।
91mobiles-এর খবর সত্যি হলে রেডমির পাশপাশি ভারতে মি ল্যাপটপের আরও মডেল আনতে চলেছে শাওমি। আপাতত দেশের বাজারে ২টি ল্যাপটপ আনা হবে। যার মধ্যে রয়েছে Mi Notebook Pro 14 ও Mi Notebook Ultra 15-এর নাম। টেক সাইটের দাবি, রেডমির চিনের ল্যাপটপগুলিকেই মি-এর নামে রিব্র্যান্ডিং করে ভারতে বেচবে কোম্পানি। গত বছরই ভারতের বাজারে মি ল্যাপটপ নিয়ে আসে কোম্পানি। মি নোটবুক দিয়ে দেশের বাজারে অভিষেক করে এই চিনা সংস্থা। পরবর্তীকালে একের পর একে মডেল লঞ্চ করতে থাকে।