Xiaomi Smartphone: ওয়াটারপ্রুফ ডিজাইন, পেরিস্কোপ ক্যামেরা, আর কী ফিচার থাকতে পারে শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনে?
Xiaomi Mix Fold 3: শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও এই ফোনে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে। এই স্টোরেজের পরিমাণ ১ টিবি- ও হতে পারে।
Xiaomi Smartphone: শাওমির নতুন ফোন শাওমি মিক্স ফোল্ড ৩ (Xiaomi Mix Fold 3) নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। বলা হচ্ছে, এই ফোন শাওমি মিক্স ফোল্ড ২ (Xiaomi Mix Fold 2) ফোনের সাকসেসর মডেল। শাওমির মিক্স ফোল্ড ৩ কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি শাওমি কর্তৃপক্ষ। তবে ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। শাওমির আসন্ন এই ফোন একটি ফোল্ডেবল মডেল লঞ্চ হতে চলেছে। অনুমান চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের দ্বিতীয় ভাগে এই ফোন লঞ্চ হতে পারে। নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি এখনও। শোনা গিয়েছে, শাওমির পরবর্তী ফোল্ডেবল ফোনে একটি ওয়াটার প্রুফ ডিজাইন থাকতে পারে। তার সঙ্গে পেরিস্কোপ ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবো। তার একটি পোস্টে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন, শাওমির পরবর্তী ফোল্ডেবল ফোনে একটি পেরিস্কোপ ক্যামেরা এবং ওয়াটার প্রুফ ডিজাইন থাকতে পারে। ফোনের নাম উল্লেখ করা না হলেও বোঝা যাচ্ছে শাওমি সংস্থার পরবর্তী ফোল্ডেবল ফোন হতে চলেছে শাওমি মিক্স ফোল্ড ৩। আর সেখানেই এই দুই ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- শাওমি মিক্স ফোল্ড ২ ফোনের মতো নতুন মডেলেও ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
- শাওমি মিক্স ফোল্ড ৩ ফোন আগের তুলনায় হাল্কা ওজনের হতে চলেছে বলে অনুমান। আগের তুলনায় পাতলাও হবে মডেল।
- এছাড়াও শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে ৪৮০০ এমএএইচ ব্যাটার, ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফিচার।
- শাওমি মিক্স ফোল্ড ৩ ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এছাড়াও এই ফোনে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে পারে। এই স্টোরেজের পরিমাণ ১ টিবি- ও হতে পারে।
Motorola Foldable Smartphone: অবশেষে প্রকাশ্যে এসেছে মোটোরোলা (Motorola) সংস্থা আসন্ন ফোল্ডেবল ফোন মোটোরোলা Razr সিরিজের টিজার। একই বছরে এই প্রথম সম্ভবত দুটো ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ করতে চলেছে মোটোরোলা সংস্থা। তবে একই সঙ্গে দুটো ফোন লঞ্চ হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, মোটোরোলার নতুন স্মার্টফোন সিরিজে থাকতে পারে হাই-এন্ডের ফোন মোটোরোলা Razr প্লাস। এর সঙ্গে থাকতে পারে মোটোরোলা Razr লাইট ফোন। প্লাস ভ্যারিয়েন্টের তুলনায় এই লাইট মডেল কিছুটা সস্তা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- ভারতে ব্যবসা বাড়াচ্ছে Honor সংস্থা, লঞ্চ হয়েছে ম্যাজিকবুক সিরিজের দুটি ল্যাপটপ, দাম কত?