Abhishek Banerjee: "এত ভয় কীসের? ভাবছে ধমকাবে, চমকাবে, কাঁচকলা করবে'' চ্যালেঞ্জ অভিষেকের
Abhishek Banerjee on CBI: "যতই বাধা আসুক, মাথা নত করব না। আমি যাতে আগরতলায় আসতে না পারি, তাই স্ত্রীকে সিবিআই চিঠি দিয়েছে।'' মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
![Abhishek Banerjee: Abhishek Banerjee at Tripura Challenge Central Agency regarding Coal Smuggling Case Abhishek Banerjee:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/14/1a5cebbeb28e17ac6963616e5edf80b7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আগরতলা: রুজিরাকে (Rujira Banerjee) সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদ, আগরতলায় চ্যালেঞ্জ অভিষেকের (Abhishek Banerjee)। আগরতলার রোড শোয়ের পরে সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের। এদিন তিনি বলেন, "তোমাদের হাতে এজেন্সি, তাও এত ভয় কীসের? যতই বাধা আসুক, মাথা নত করব না। আমি যাতে আগরতলায় আসতে না পারি, তাই স্ত্রীকে সিবিআই চিঠি দিয়েছে। ঢিল মারছে, ভাবছে ধমকাবে, চমকাবে, কাঁচকলা করবে।''
রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের: কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। পাশাপাশি, সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা-মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে তথ্যপ্রমাণে অসঙ্গতি মিলেছে। সেই কারণে মূলত বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রসঙ্গে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদ করতে চেয়ে গত সপ্তাহে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। রুজিরার তরফে আজ তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি মেলে। সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি হয়েছে ৮ জনের দল। সেই দলে রয়েছেন সিবিআইয়ের মহিলা অফিসাররাও। গত বছরের মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে ত্রিপুরায় যাওয়ার দিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিক্রিয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এই ইস্যুতে নির্বাচনী সভা থেকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ত্রিপুরায় সভা অভিষেকের: ২৩ জুন ত্রিপুরায় উপ নির্বাচন। ভোট প্রচারে সেখানে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ের পর নির্বাচনী সভাও করেন অভিষেক। এদিন তিনি বলেন, "আমাকে দুবার দিল্লিতে ডেকেছে। ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তুমি কী করবে? তোমার সঙ্গে ইডি, সিবিআই আছে। আমার সঙ্গে আম জনতা আছে। তোমার ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখাও। মাথা নত করব না। আমরা ফেসবুকে, ট্যুইটারে পার্টি করি না। এক ইঞ্চি জমি ছাড়িনি। আগামী দিনেও ছাড়ব না।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)