Tripura Bypolls Result: আগরতলা হাতছাড়া বিজেপি-র, উপনির্বাচনের ফল ঘিরে ঝরল রক্ত, ত্রিপুরায় চতুর্থ স্থানে রইল তৃণমূল
Tripura Politics: ২০২৩-এর বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) আগে আগরতলা কেন্দ্র হাতছাড়া হওয়া, বিজেপি-কে উদ্বেগে রেখেছে।
আগরতলা: বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার চার কেন্দ্রের উপনির্বাচনকেই সেমি ফাইনাল হিসেবে ধরা হচ্ছিল। তাতে আগরতলা (Agartala) কেন্দ্রটি হাতছাড়া হল বিজেপি-র। সেখানে কংগ্রেসের সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) জয়ী হয়েছেন। বিজেপি (BJP) প্রার্থী অশোক সিন্হাকে ৩ হাজার ১৬৩ ভোটে পরাজিত করেছেন তিনি (Tripura Bypolls Result)।
আগরতলা কেন্দ্র হাতছাড়া বিজেপি-র
তবে ২০২৩-এর বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) আগে আগরতলা কেন্দ্র হাতছাড়া হওয়া, বিজেপি-কে উদ্বেগে রেখেছে। বিজেপি পরিত্যাগী সুদীপের জয়ে অশনি সঙ্কেতই দেখছে তারা। পাঁচ-পাঁচ বার আগরতলা থেকে জয়ী হয়েছেন সুদীপ। তিনি বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দেওয়াতেই উপনির্বাচন হল। রবিবার ভোটের ফলপ্রকাশের পর তাই অশান্তি ছড়ায়। ফলপ্রকাশের পর এ দিন আগরতলায় কংগ্রেসের সদর অফিসে হামলা হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালায় বলে অভিযোগ কংগ্রেসের। তাতে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকি, মারধর করা হয় নেতাদেরও। নিস্তার পাননি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিন্হা। মাথা ফাটে তাঁর। যদিও বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করেছে।
Strongly condemn the brutal attack on @INCTripura President Shri @BirajitSinhaINC by BJP goons.@DrManikSaha2 wl you take any action against the goons?
— Tripura Congress (@INCTripura) June 26, 2022
Will media speak up about the violence against @INCIndia?
But the land of #Tripura wl not forgive such Terror in @BJP4India raj. pic.twitter.com/K9NgHh5BD4
টাউন বড়দোয়ালি কেন্দ্রে যদিও জিতেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha)। কংগ্রেসের আশিস কুমার সাহাকে ৬ হাজার ১০৬ ভোটে পরাজিত করেছেন তিনি। কংগ্রেস থেকে ২০১৬ সালে বিজেপি-তে এসে দলের রাজ্য সভাপতি নিযুক্ত হন মানিক। এ বছর এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদও নির্বাচিত হন তিনি। কিন্তু মে মাসে বিপ্লব দেব আচমকা মুখ্য়মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলে মানিককে তাঁর জায়গায় বসানো হয়।
আরও পড়ুন: Maharashtra Political Crisis: বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের Y Plus নিরাপত্তা, কাশ্মীরি পণ্ডিতদের নয় কেন! প্রশ্ন উদ্ধব-পুত্রের
এ দিকে, ত্রিপুরার যুবরাজনগরে বামপ্রার্থী শৈলেন্দ্রচন্দ্র নাথকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি-র মলিনা দেবনাথ। ২৯ বছর পর যুবরাজনগর হাতছাড়া হল বামেদের। সুরমাতেও বিজেপি-র স্বপ্না দাস জয়ী হয়েছেন। নির্দল প্রার্থী বাবুলাল সৎনামী দ্বিতীয় স্থানে ছিলেন। সেখানে তৃতীয় স্থানে রয়েছে সিপিএম। তৃণমূল মোটে ১ হাজার ৩৩৩টি ভোট পেয়েছে।
ত্রিপুরায় খাতা খোলা হল না তৃণমূলের
২০২১-এর বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরায় শিকড় বিস্তারে উদ্যোগী হয়েছিল তৃণমূল (TMC)। উপনির্বাচনের আগে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ত্রিপুরায় হাজির হয়েছিলেন। বিজেপি থেকে ফিরে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কে সেখানে জমি প্রস্তুতের কাজ দেওয়া হয়েছিল। তাই উপ নির্বাচনে তৃণমূলের (TMC) কী ফল হয়, তা নিয়েও প্রবল কৌতূহল ছিল। কিন্তু উপনির্বাচনে ত্রিপুরার চার কেন্দ্রেই চার নম্বর স্থানে রয়েছে জোড়াফুল শিবির।