7 Tae Bangla(Seg 1): অভিযোগকারীরাই হরিদেবপুরের অটোতে বোমা-অস্ত্র রেখেছিলেন! চাঞ্চল্যকর তথ্য সিসি ফুটেজে।Bangla News
হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ২২ এপ্রিল রাতে প্রথমে অটোটি দেখে যান দুই ব্যক্তি। এরপর তারাই খবর দেয় তৃণমূল সাংসদের বাড়ির সামনের পুলিশের টহলদারি ভ্যানে। ওই ২ ব্যক্তির সঙ্গে এসে অটোটি দেখে যায় টহলদারি ভ্যানের পুলিশ। টহলদারি ভ্যানের পুলিশ খবর দেয় হরিদেবপুর থানায়। হরিদেবপুর থানার পুলিশ এসে অটো থেকে অস্ত্র-বোমা উদ্ধার করে। তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির ৫০ মিটারের মধ্যেই ছিল অটো ভর্তি অস্ত্র-বোমা। রাতে বোমা-অস্ত্র বোঝাই অটোর কাছে গেছিলেন সাংসদ শুভাশিস চক্রবর্তী। দেখা গেল সিসি ক্যামেরার ফুটেজে
ঝাড়গ্রামে গুলি চালিয়ে জাতীয় সড়ক থেকে বাইক ছিনতাইয়ের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশের তরফে ঘটনার নেপথ্যে পারিবারিক বিবাদ রয়েছে বলে দাবি করা হলেও গুলিবিদ্ধ ব্যক্তির পরিবার মাওবাদী হানার তত্ত্বেই অনড়। তাদের আশঙ্কা, বাইক ছিনতাইয়ের জন্যই মাওবাদীরা রেশন দোকানের কর্মী সুদীপ মহাপাত্রকে গুলি করেছে।
এবার ঝাড়গ্রামের লোধাশুলিতে মাওবাদী আতঙ্ক। জাতীয় সড়কের পাশে পিলারে আটকানো লাল ফিতে কাগজ। কী কাগজ, কারা ফেলে গেল? একগোছা কাগজ ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য।