৭টায় বাংলা (Seg 2): ট্যাংরায় ভস্মীভূত গুদাম, মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের দমকলের | Bangla News
ট্যাংরায় ভস্মীভূত গুদাম। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের দমকলের। গুদামের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ফায়ার সার্ভিস অ্যাক্টে মামলা রুজু। 'ফায়ার সার্টিফিকেট ছিল না গুদামের মালিকের কাছে। বিধি না মেনেই চলছিল গুদাম', অভিযোগ দমকলের।
ইউক্রেনে রুশ সেনার গুলিতে নিহত আমেরিকার সাংবাদিক। শরণার্থীদের ছবি তোলার সময় বিদেশি সংবাদমাধ্যমের ভ্যান লক্ষ্য করে গুলি। নিহত নিউইয়র্ক টাইমসের সাংবাদিক। ইউক্রেনের ইরপেনে রুশ সেনার গুলিতে নিহত। হাসপাতালে ভর্তি আরও এক সাংবাদিক।
এদিকে, লিভে ইউক্রেনের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার বিমান হানা। মৃত ৩৫, আহত ১৩৪ জনেরও বেশি। মাইকোলায়িভে রাশিয়ার বিমান হানায় মৃত ৯ জন। ইউক্রেনের পশ্চিম প্রান্তে লাগাতার হানা। ভারতীয় দূতাবাসকে পোল্যান্ডে সরানোর সিদ্ধান্ত, জানাল ভারতের বিদেশ মন্ত্রক। ইউক্রেনের আরও একজন মেয়রকে অপহরণের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে।