7 Tay Bangla (Seg-2): কাশীপুরে বিজেপি নেতার মৃত্যুতে চাঞ্চল্যকরে দাবি মৃতের মা, দাদার। Bangla News
"মৃত্যুর রাতে হুমকি দেওয়া হয়েছিল কাশীপুরে বিজেপি নেতাকে । খুন করে ফেলে দেব, কেউ খুঁজে পাবে না। ঘটনার রাতে বাড়ির বাইরে শুনতে পেয়েছিলেন অচেনা কণ্ঠস্বর।" দাবি মৃত বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মায়ের।
কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর দাবি পরিবারের। মৃতের বড়দাদা আনন্দ চৌরাসিয়ার দাবি, বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে সন্দেহজনকভাবে দাঁড়িয়েছিল একটি গাড়ি। ওই গাড়ি থেকে একজনকে নামতেও দেখা যায় বলে মৃত বিজেপি যুব নেতার দাদার দাবি। বিষয়টি নিয়ে সন্দেহ দানা বেঁধেছে প্রতিবেশীদের মনেও। পাশাপাশি, মৃত বিজেপি যুব নেতার দাদা পুলিশি তদন্তে আস্থা রয়েছে বলে দাবি করেছেন।
বারাসাত সাংগঠনিক জেলায় আরও ভাঙন বিজেপিতে। জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ফের গণ ইস্তফা। জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ। জেলা কমিটি থেকে ইস্তফা আরও ৫ সদস্যের। এক সপ্তাহে ২০ জনের জেলা কমিটি থেকে ইস্তফা। পদ না পেয়ে মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি বিজেপি জেলা সভাপতির।
ফ্ল্যাট দখলের অভিযোগে রাতে ট্যাংরায় উত্তেজনা। জবরদখলে বাধা দেওয়ায় ফ্ল্যাট মালিকের মেয়েদের অপহরণের হুমকি, প্রতিবাদ করায় ফ্ল্যাটের মালকিন, তাঁর দুই মেয়ে ও ভাড়াটেদের মারধরের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। গ্রেফতার মূল অভিযুক্ত। বাড়ি মালিকের দাবি, অভিযুক্ত মহম্মদ জাইদ ৫৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহার ঘনিষ্ঠ। যদিও কাউন্সিলরের দাবি, এটা ভাড়াটে-বাড়িওয়ালার বিবাদ, রাজনীতির কোনও যোগ নেই। ৭ জনের বিরুদ্ধে ট্যাংরা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।