৭টায় বাংলা (Seg 1): ইউক্রেনের খারকিভে মৃত এক ভারতীয়, আতঙ্কের প্রহর গুনছেন আটকে পড়া পড়ুয়ারা | Bangla News
ইউক্রেনে রুশ হামলায় মৃত্যু ভারতীয় ছাত্রের। খারকিভে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। আজ সকালে রুশ বোমা বর্ষণে ভারতীয়র মৃত্যু। জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ইউক্রেনে মৃত ছাত্র কর্ণাটকের বাসিন্দা।
ইউক্রেন-রুশ যুদ্ধে নিহত কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। তাঁর পরিবার এবং তাঁর বাবার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে নিযুক্ত ইউক্রেন ও রাশিয়ার রাষ্ট্রদূতকে এই ঘটনা সামনে আসার পর ডেকে পাঠানো হয়েছে।
খারকিভে এখনও রয়েছেন অনেক ভারতীয় পড়ুয়ারা। তাঁরা প্রাণপণ চেষ্টা করছেন দেশে ফেরার। পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক। ভারত সরকারের তরফে ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।
আজকের এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, "অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিনা দোষে একটা তরতাজা প্রাণ চলে গেল। এখন হাজার হাজার পড়ুয়া আটকে রয়েছে। এখন যদি দুটি দেশকে বাইরের দেশের নিরাপত্তা দিতে বাধ্য করা হয়, সেটাই একমাত্র উপায়।"