(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (Seg 2): গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ১ হাজার ৫২৩ জন | Bangla News
দিল্লির ইন্ডিয়া গেটে (India Gate) নিষ্প্রদীপ নেতাজির মূর্তি। প্রতিবাদে সরব তৃণমূল (TMC)। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রককে (Ministry of Culture) উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআইয়ের (ANI) দাবি, খারাপ আবহাওয়ার কারণেই হলোগ্রাম প্রোজেক্টর বন্ধ করতে হয়েছিল। পরে ফের তা চালু করা হয়। যদিও বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক এড়ানো যায়নি।
প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্যারেডে সেরা ট্যাবলোর পুরস্কার পেল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। তা নিয়েই বাধল রাজনৈতিক তরজা। নেতাজির ট্যাবলো বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে মোদি সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।
কেন্দ্রীয় নেতৃত্বর সঙ্গে শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) বৈঠকে বরফ গলল? উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা ভোটে প্রচারে যাচ্ছেন শান্তনু ঠাকুর। নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। ২দিন আগেই দিল্লিতে কৈলাস বিজয় বর্গীয়র সঙ্গে বৈঠক করেন শান্তনু। রাজ্য নেতৃত্বের উপরে ক্ষোভ থাকলেও ভোটপ্রচারে যাওয়ার সিদ্ধান্ত, খবর সূত্রের।
টানা ২১ দিন রাজ্যে করোনায় (Corona) দৈনিক মৃত্যু ৩০-এর উপরে। আক্রান্তর সংখ্যা কমলেও ফের একদিনে ৩৫ জনের মৃত্যু। শুধুমাত্র কলকাতাতেই (Kolkata) ১০ জনের মৃত্যু। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১ হাজার ৫২৩ জন। সংক্রমণ-হার কমে ৩ দশমিক ১ শতাংশ।