৭ টায় বাংলা : ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে, সভায় সুকান্ত মজুমদারের দাওয়াই ।Bangla News
ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে। মহিলা মোর্চার সভায় সুকান্ত মজুমদারের দাওয়াই। প্রতি বুথে ৫জনকে নিয়ে গঠন করা হবে দুর্গা বাহিনী। পুলিশকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবে দুর্গা বাহিনী। কারণ তৃণমূল কংগ্রেস এখন পুলিশের উপর নির্ভরশীল। মহিলা মোর্চার সভায় মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।
এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘গরমকাল চলছে তো তাই মাথা গরম হলে দু’চারটে কথা বেরোয়। আবার বর্ষাকাল, শরৎকাল পড়লে মাটিতে দাঁড়ানো অবস্থাটা ফিরে আসবে। যারা বুথ কমিটি গঠন করতে পারেন না বুথে লোক দিতে পারেন না তাদের আবার বড় বড় কথা, গরুর গাড়ির হেডলাইট। মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে আছেন। সুকান্ত মজুমদার একজন ট্রেনি সভাপতি বিজেপির। মহিলাদের যা স্বীকৃতি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস দেয় তা ভারতবর্ষের আর কোনও দল দেয় না।'
ভোট লুঠ করতে এলেই তাড়া করে মারতে হবে। মহিলা মোর্চার সভায় সুকান্ত মজুমদারের দাওয়াই। প্রতি বুথে পাঁচ জন করে মহিলা নিয়ে গঠন করা হবে দুর্গা বাহিনী। এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, ‘ভোটের নামে পশ্চিমবঙ্গে লুঠ, দখল হয় এবং পুলিশ নিঃসন্দেহে শাসকদল তৃণমূলের হয়ে কাজ করে। মানুষের নিরাপত্তা না তৃণমূলের গুণ্ডা বাহিনীর নিরাপত্তা দেখা পুলিশের কাজ। কিন্তু ঠেকাতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, অগণতান্ত্রিক মনোভাব সুকান্ত মজুমদারের ঠিক নয়। অগণতান্ত্রিক মনোভাবে চলাটা যেন বন্ধ করেণ’।