এক্সপ্লোর
বাগদেবীর আরধনায় মাতলেন তারকারা
আজ সরস্বতী পুজো। যোড়শ উপাচারে দেবী বন্দনায় মেতেছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। দেবী বন্দনায় মাতলেন রাজ-শুভশ্রী। অন্যদিকে, অভিনেতা সোহম চক্রবর্তীর অফিসের পুজো তুলে ধরল এবিপি আনন্দর প্রতিনিধি। সরস্বতী পুজোয় মেতেছেন সস্ত্রীক সোহম। সোহম বললেন, "সমাজে মেরুদণ্ড নিয়ে চলার জন্য যে জ্ঞান ও মানবিক চেতনাটুকু দরকার তা সবাই দিক মা। আমরাও এগিয়ে যাই মায়ের আশীর্বাদ নিয়ে যাতে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে সার্থক হই।" তবলার বোলে সরস্বতী বন্দনায় মাতলেন বিক্রম ঘোষ। পুজোর দিনে গান-বাজনার আসর। গানে গানে অঞ্জলি সৌম্যজিত-সৌরেন্দ্রর পুজোয়। থিম 'আলো দাও মা'।





























