এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
৭টায় বাংলা (১): রাজ্যে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি কৈলাসের, ওরা ক্ষমতার অপব্যবহার করবে, পাল্টা ফিরহাদ
ফের 'খুন' এক বিজেপি (BJP) কর্মী। এবার পূর্বস্থলীর চাঁদপাড়ায় খুন হয়েছেন এক বিজেপি কর্মী। জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার প্রতিবাদে মিছিলে যোগ দিতে যান বিজেপি কর্মী সুখদেব প্রামাণিক। শুক্রবার রাত থেকেই তার খোঁজ মিলছিল না। রবিবার দুপুরে পুকুর থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। এর পরেই রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী ও সমর্থকরা। হালিশহর-কাণ্ডে গ্রেফতার তিন। তিন জন তৃণমূল কর্মী, এমনটাই খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কাঁচরাপাড়ার পরিত্যক্ত রেল কোয়ার্টার থেকে ওই ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ৪ জনের নামে FIR দায়ের হয়েছিল। সেখান থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন সোমনাথ গঙ্গোপাধ্যায় ওরফে কেলে সোমনাথ, সুদীপ্ত ঘোষ ওরফে রাইডার বাবাই, সুমন সাহা ওরফে লাছা। প্রথম দুজনের নামে বীজপুর থানায় একাধিক অভিযোগ রয়েছে। রাজ্যে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করেছেন কৈলাস বিজয়বর্গীয়। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, রবিবার শান্তিনিকেতনে বলেন তিনি। পাল্টা ফিরহাদ হাকিম বলেন, ওদের হাতে শক্তি আছে বলে অপব্যবহার করবে। দায়িত্ব নেওয়ার আগেই আলিপুরদুয়ারে পুর প্রশাসক পদ থেকে পদত্যাগ তিন জনের, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আমি মনে করি এখনই ৩৫৬ ধারা জারি হোক বাংলায়, সাংবাদিক সম্মেলন থেকে মন্তব্য মুকুল রায়ের। মালদার মানিকচক স্কুল মাঠে মঙ্গলবার দিলীপ ঘোষের সভার অনুমতি বাতিল করা হল।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
জেলার
বিজ্ঞান
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement