এক্সপ্লোর
Advertisement
৭টায় বাংলা (২): জগদ্ধাত্রী পুজোর আনন্দ উৎসব, আরতি থেকে কসবায় পেট্রল পাম্পে দুষ্কৃতী তাণ্ডবের আতঙ্ক
দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী, ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বান। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। কোথাও আবার নবমীর দিনই তিন প্রহরে হয় পুজো। এবারে করোনা আবহে উৎসবের ঝাঁকজমক অনেকটাই ফিকে। কিন্তু মায়ের আরাধনায় বাধ সাধেনি কোনও প্রতিবন্ধকতাই।
কসবা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত পেট্রল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। চারটি মোটরসাইকেলে ১২ জন দুষ্কৃতী এসে তাণ্ডব চালিয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে সামনে এসেছে সেই ছবি। পেট্রল পাম্পের ম্যানেজার রঞ্জন জানাকে বেধড়ক মারধর করা হয়। তার চোখের পাশে রক্ত জমাট বেঁধে গিয়েছে। অভিযোগ, পাম্পের নজেল ছিনিয়ে নিয়ে পাম্পে এসে পেট্রল ভরতে শুরু করে দুষ্কৃতীরা। পেট্রল ভরে পালানোর চেষ্টা করলে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন পাম্পের কর্মীরা।
রবিবার লেক কালীবাড়িতে গো পুজোর আয়োজন করা হয়। গোপাষ্টমীতে গোমাতার পুজোর শুভ সূচনা করেন শিবাইক নিতাই চন্দ্র বসু। একটি গরুকে পুজো করার অর্থ ৩৩ কোটি দেবতাকে পুজো করা। রীতি মেনে সেই পুজো করা হল কালি মাতার মন্দির প্রাঙ্গণে।
কসবা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত পেট্রল পাম্পে দুষ্কৃতী তাণ্ডব। চারটি মোটরসাইকেলে ১২ জন দুষ্কৃতী এসে তাণ্ডব চালিয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে সামনে এসেছে সেই ছবি। পেট্রল পাম্পের ম্যানেজার রঞ্জন জানাকে বেধড়ক মারধর করা হয়। তার চোখের পাশে রক্ত জমাট বেঁধে গিয়েছে। অভিযোগ, পাম্পের নজেল ছিনিয়ে নিয়ে পাম্পে এসে পেট্রল ভরতে শুরু করে দুষ্কৃতীরা। পেট্রল ভরে পালানোর চেষ্টা করলে তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন পাম্পের কর্মীরা।
রবিবার লেক কালীবাড়িতে গো পুজোর আয়োজন করা হয়। গোপাষ্টমীতে গোমাতার পুজোর শুভ সূচনা করেন শিবাইক নিতাই চন্দ্র বসু। একটি গরুকে পুজো করার অর্থ ৩৩ কোটি দেবতাকে পুজো করা। রীতি মেনে সেই পুজো করা হল কালি মাতার মন্দির প্রাঙ্গণে।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement