৭টায় বাংলা (৩): দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেই একাধিক শীর্ষ নেতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়
শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে রবিবার দেখা করলেন অভিষেক। রবিবার দুপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান তিনি। পরে বিকেলে যান সুব্রত বক্সির বাড়িতে। এছাড়াও সন্ধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার কথা রয়েছে তার।
মেডিক্যালে টসিলিজুমাব কাণ্ডের তদন্ত রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। জোড়া তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। ‘তদন্তে কমিটির রিপোর্টে টসিলিজুমাব ইঞ্জেকশন তোলার ক্ষেত্রে বেনিয়মের উল্লেখ। নিয়ম ভেঙে ইঞ্জেকশন নিয়েছিলেন চিকিৎসক দেবাংশী সাহা। একজন মেডিক্যাল অফিসারের সাক্ষরের ভিত্তিতে এই ইঞ্জেকশন দেওয়া যায় না। প্রয়োজন ছিল আরএমও, সিনিয়র মেডিক্যাল অফিসার, ভিজিটিং ডক্টরের সাক্ষর। মেডিক্যাল অফিসার বা হাউস স্টাফের সাক্ষরে এই ইঞ্জেকশন দেওয়ার কথা নয়। ইঞ্জেকশন নেওয়ার সময়েই কোন রোগীর জন্য নেওয়া হচ্ছে উল্লেখ থাকতে হবে। কী ডোজে দেওয়া হবে টসিলিজুমাব তার উল্লেখ থাকতে হবে আবেদনে। কোনও নিয়মই এক্ষেত্রে মানা হয়নি। দুটি তদন্ত রিপোর্টই স্বাস্থ্য ভবনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
‘একজন নয়, ঘুষের বিনিময়ে চাকরির টোপ দেওয়ার চক্রে একাধিক ব্যক্তি’, শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে দফায় দফায় জেরায় তথ্য মিলেছে, দাবি পুলিশ সূত্রে পলাতক আর এক অভিযুক্ত সেচ দফতরের প্রাক্তন কর্মী চঞ্চল নন্দী। রাখাল বেরাকে জেরা করে কাঁথির বাসিন্দা চঞ্চল নন্দীর খোঁজে তল্লাশি। শুভেন্দু অনুগামী বলে রাখালকে ফাঁসানো হচ্ছে, দাবি রাখালের আইনজীবীর।
হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার ৫১টি তাজা বোমা। ফুটপাতে ফলের বস্তার মধ্যে রাখা ছিল বোমাগুলি। কে বা কারা বোমা রেখে গেছে, তদন্তে পুলিশ।
টিএম প্রতারণাকাণ্ডে গ্রেফতার ৪। গুজরাত থেকে গ্রেফতার ২, বাকি ২ জন কলকাতায় পাকড়াও। গুজরাত থেকে ধৃতদের ট্রানজিট রিমান্ডে আনার আবেদন। সিসিটিভি ফুটেজ ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সূত্রে ধরে গ্রেফতার। এটিএম যন্ত্র বসিয়ে প্রতারণার ঘটনায় অভিযান চালায় পুলিশ।