Purba Bardhaman: প্রেমিকাকে পেতে মোবাইল টাওয়ারে চেপে বসলেন যুবক!
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১,৫০১ জন। সবচেয়ে বেশি ১৪১ জন আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুরে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে একদিনে ভ্য়াকসিন পেয়েছেন ১ লক্ষ ৭৬ হাজার ২৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ২ কোটি ১৭ লক্ষ ২৩ হাজার ৬৫৮ জনের।
প্রেমিকাকে পেতে মোবাইল টাওয়ারে চড়ে বসলেন যুবক। প্রেমিকা বিয়ে করতে রাজি না হলে আত্মহত্যার হুমকি। পূর্ব বর্ধমানের নাদনঘাটের ঘটনা। টাওয়ারের চারপাশে জাল বিছিয়ে রাখে পুলিশ। দু'ঘণ্টা পর মত্ত অবস্থায় থাকা যুবককে নিচে নামায় পুলিশ। টাওয়ার থেকে নামতেই যুবককে মারধর করেন তাঁর মা।
ফের দাম বাড়ল রান্নার গ্যাসের (Cooking Gas)। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু সাড়ে ২৫ টাকা। কলকাতায় (Kolkata) ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
রান্নার গ্যাসের দাম বাড়া প্রসঙ্গে আজ বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "গ্যাসের দাম, পেট্রোল-ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারের (International Market) উপর নির্ভর করে। তাই দাম বাড়ছে, একবার দাম কমেছিল। এরকম কম বেশি হতেই থাকে, সরকার এই পুরোটা নিয়ন্ত্রণ করতে পারে না। এই ঘটনা কংগ্রেস (Congress) আমল থেকেই চলছে। সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি এটি নিয়ন্ত্রণে আনা যায়। দুনিয়া জুড়ে অর্থনীতি অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। কিছুদিন ডামাডোল চলবে। দেশের অর্থনৈতিক অবস্থা, জিডিপি (GDP) দেখে বোঝা যাচ্ছে, জিএসটি (GST) বাড়ছে – তা ভালো লক্ষ্মণ। তবে আশা করি সব তাড়াতাড়ি স্বাভাবিক হবে।"