Tathagata Roy: ফের বিস্ফোরক বিজেপি নেতা তথাগত রায়, মুখ খুললেন ২ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে
রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননকে আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
জামুরিয়ায় বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) নামে পড়ল নিখোঁজ পোস্টার। আসানসোলের বিজেপি সাংসদের নামে নিখোঁজ পোস্টার পড়েছে। জামুরিয়ার নাগরিক বৃন্দের নামে পড়ল এই পোস্টার।
এক বিজেপি নেতা বলেন, "পরাজয়ের গ্লানি এখনও ওরা কাটিয়ে উঠতে পারছেন না। তাই হতাশা থেকেই এসব করছেন ওঁরা। নাম না করে পোস্টার দেওয়া হচ্ছে। এতে কোনও লাভ হবে না। রাজনৈতিক দুর্বিত্তায়নকে মানুষ মেনে নেবে না।" তৃণমূলের এক নেতা বলেন, "এই ধরনের কোনও কাজ আমাদের দলের কর্মীরা করেননি। এত নোংরা কাজ আমরা করি না। তবে একথা সত্যি যদি কেউ লিখে থাকেন তবে বলব, উনি বিগত ৭ বছর ধরে আসানসোলের সাংসদ। আমরা তো দেখিইনি। মানুষও দেখেনি। তাঁদের কাজকর্ম হচ্ছে না। জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে জনগণের সেবা করা।"
কালীঘাটের পর এবার কাল থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির। জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে কাল খুলছে দক্ষিণেশ্বর মন্দির। করোনা বিধি মেনে সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রবেশ। বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দিরে প্রবেশে অনুমতি।