আজ বাংলায়: ন্যাশনাল মেডিক্য়াল কলেজে আপাতত বন্ধ সঙ্কটজনক করোনা আক্রান্ত রোগী ভর্তি
ন্যাশনাল মেডিক্য়াল কলেজে আপাতত বন্ধ রয়েছে সঙ্কটজনক করোনা আক্রান্ত রোগী ভর্তি। ১৫০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন এখানে। আচমকা করোনা আক্রান্ত রোগী ভর্তি বেড়ে যাওয়ায় অক্সিজেন সঙ্কট তৈরি হয়েছে। সেই কারণেই আপাতত করোনা আক্রান্ত রোগী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
অন্য়দিকে, মমতা বন্দ্য়োপাধ্যায়ের শপথের দিনই আসানসোলে আক্রান্ত পুলিশ। সালানপুরে তৃণমূল (TMC) নেতা-কর্মীদের হাতে আক্রান্ত পুলিশ। এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে রাজা খানকে।
শপথ গ্রহণের পরেই পুলিশ এবং প্রশাসনের রদবদল করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। রাজ্যের নিরাপত্তা অধিকর্তা হলেন বিবেক সহায়। অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা হলেন জ্ঞানবন্ত সিংহ। কম্পালসারি ওয়েটিংয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। হাওড়া গ্রামীণের এসপি (SP) সৌম্য় রায়। আইজি পশ্চিমাঞ্চল হলেন সঞ্জয় সিং। ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন মনোজ বর্মা। আসানসোল-দুর্গাপুরের পুলিশ সুপাল হলে অজয় ঠাকুর। আলিপুরদুয়ারের পুলিশ সুপার হলেন ভোলানাথ পাণ্ডে। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হচ্ছে ডিআইজি বারাসাত রেঞ্জকে। কোচবিহারের পুলিশ সুপার হলেন কে কান্নান। ডায়মন্ডহারবারের পুলিশ সুপার হলেন অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়।